ওড়িশা এফসি’র উইংগার বোদো যোগ দিলো ট্রাউ এফসি’তে

Baoringdao Bodo

প্রাক্তন ওড়িশা এফসি’র উইংগার বাওরিংদাও বোদো (Baoringdao Bodo) যোগ দিলেন ট্রাউ এফসি’তে।সংশ্লিষ্ট ফুটবলারের সাথে এক বছরের চুক্তি হয়েছে তার বর্তমান ক্লাবের।

Advertisements

গত মরসুমে ওড়িশা এফসি’তে থাকলেও একটিও আইএসএলের ম‍্যাচে খেলার সুযোগ পাইনি বোদো।তাই আপাতত নিয়মিত গেম টাইম পেতে তিনি ফিরে গেলেন আইলিগে।

   

আসামের ফুটবলার একাধিক আইএসএলের ক্লাবে গেলেও সর্বসাকুল‍্যে খেলেছেন মোট পাঁচটি আইএসএলের ম‍্যাচ।এছাড়া দেশের অনূর্ধ ১৯ এবং ১৬ দলের হয়ে খেলেছিলেন তিনি।

Advertisements

২০১৬ সালে খুবই অল্প বয়সে চেন্নাইয়িন এফসি’তে যোগদান করেন বোদো।এক’ই বছরে লোনে যান মিনার্ভা পঞ্জাবে।২০১৮ সালে গোকুলাম কেরালার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি,মেরিনা মাচানসের থেকে লোনে তিনি যোগদান করেছিলেন।

২০১৯ সালের উইন্টার ট্রান্সফার উইন্ডো’তে কেরালা ব্লাস্টার্সে যোগদান করেন।এরপর বেঙ্গালুরু ইউনাইটেড হয়ে ওড়িশা এফসি, আসন্ন ডুরান্ড কাপে ট্রাউ এফসির হয়ে খেলবেন তিনি।