Tamim Iqbal: বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ, বিশ্বকাপে জোর করে বাদ দিয়েছে বললেন তামিম

বিশ্বকাপে জাতীয় দলে ঠাঁই না পেয়ে নিজের দেশের ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের নির্ভরযোগ্য মারকুটে ব্যাটসম্যান (Tamim Iqbal) তামিম ইকবাল। তিনি বাংলাদেশ ক্রিকেটের…

Tamim Iqbal

বিশ্বকাপে জাতীয় দলে ঠাঁই না পেয়ে নিজের দেশের ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের নির্ভরযোগ্য মারকুটে ব্যাটসম্যান (Tamim Iqbal) তামিম ইকবাল। তিনি বাংলাদেশ ক্রিকেটের রান মেশিন বলে পরিচিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তামিমের অভিযোগের জেরে বাংলাদেশ আলোড়িত। তীব্র বিতর্কে জড়িয়ে গেল বিসিবি। বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট দলের ভিতর শুরু হয়েেছে গৃহযুদ্ধ।

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার পর তামিম ইকবাল না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট মহলে শোরগোল পড়ে যায়। বিসিবি জানায়, চোটের কারণে তামিমকে দলে রাখা হয়নি। জানা যায় তামিম দাবি করেছিলেন, পিঠে চোটের কারণে তিনি পাঁঁচটির বেশি ম্যাচ খেলতে পারবেন না। এই নিয়ে দলেই শুরু হয় ক্ষোভ। শাকিব আল হাসান দাবি করেন, তামিমের দাবি মানা হলে তিনি দলে থাকবেন না। এর পর তামিমকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা হয়। বাংলাদেশের দল ভারতে খেলতে যাওয়ার আগে আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেছিলেন তিনি কিছ বলবেন। মনে করা হচ্ছিল তিনি দলের নির্বাচক ও বোর্ডের বিরুদ্ধেই মুখ খুলবেন।

তামিম এবার অভিযোগ করলেন, তাঁঁকে জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও  দাবি করেন,আমি কখনই বলিনি পাঁচটির বেশি ম্যাচ খেলব না। তাঁর এমন দাবির পর বাংলাদেশ সরগরম। তামিমকে দলে না নেওয়ায় বাংলাদেশে চলছে বিক্ষোভ।ঢাকা, চট্টগ্রামে বিক্ষোভ প্রবল। চট্টগ্রামেরই বাসিন্দা তামিম। বাংলাদেশ দলকে বারবার জয়ের মুখ দেখিয়েছেন তিনি। সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল তৈরি হওয়ায় বাংলাদেশবাসী স্তম্ভিত। একইসাথে বিশ্ব ক্রিকেট মহলও হতবাক।

দল থেকে বাদ পড়ে তামিম লিখেছিলেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’ 

বিসিবি জানাচ্ছে, বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট নন। তাই তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে পিঠে চোটের কথা বলে কম ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম। এই দাবি মানতে চাননি বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তিনি বলেন, তামিমের দাবি মানা হলে তিনি দলে থাকবেন না। পরে লাগাতার বৈঠকের পর বিসিবি শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়।

গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। বিশ্বের অন্যতম মারকুটে ক্রিকেটার হিসেবে তিনি জনপ্রিয়। তাঁর অবসর সিদ্ধান্তে ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে জাতীয় দলে ফের ফিরেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র তামিম ইকবাল। তাঁকে না নিয়ে ভারতে হতে চলা বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাওয়ার প্রবল বিরোধী সমর্থকরা

বাংলাদেশ জাতীয় দলে আছেন, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ,  নাসুম আহমেদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।