Cricket : এক বাঙালি ফিরলেন ১৪১ রানে, আর এক বাঙালি অপরাজিত ১৭৫

সোমবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছিল ম্যাচ (Cricket)। সাত ওভার শেষ হতে না হতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ (Bangladesh vs Sri Lanka)। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের…

সোমবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছিল ম্যাচ (Cricket)। সাত ওভার শেষ হতে না হতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ (Bangladesh vs Sri Lanka)। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে তখন মাত্র ২৪ রান। সেখান থেকে দলকে টেনে তুলেছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দ্বিতীয় দিনের শুরুতেও তাঁরা শুরু করেছিলেন বাংলাদেশের ইনিংস। ক্রিকেট প্রেমীরা আশা করেছিলেন এই দুই ব্যাটসম্যানের পার্টনারশিপ আরও দীর্ঘায়িত হবে।

২৪/৫ থেকে বাংলাদেশের রান যখন ২৯৬ তখন আউট হন লিটন দাস। আর একটু সতর্ক থাকলে হয়তো নিজের উইকেট তিনি রক্ষা করতে পারতেন। খেলার নাম যখন ক্রিকেট, তখন ক্ষণিকের মধ্যে বদলাতে পারে ম্যাচের গতিবিধি। লিটন যখন দেড়শো রানের কাছাকাছি তখনই তিনি উইকেটটা হারালেন। ২৪৬ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন তিনি। ইনিংস সাজিয়েছেন ষোলটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে।

আরও পড়ুন: ২৫৩ রানের ‘অসাধারণ’ পার্টনারশিপ গড়লেন দুই বাঙালি

লিটন ফিরতেই বাংলাদেশ ব্যাটিং লাইন-আপে ফের ধস। একে একে উইকেট হারাতে থাকেন ব্যাটসম্যানরা। ক্রিজের একদিকে মুশফিকুর রহিম দাঁড়িয়ে থাকলেও পেলেন না যোগ্য সঙ্গী। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাদেশের ছ’জন ক্রিকেটার খালি হাতে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।

দলীয় ২৯৬ রানে লিটন আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস সমাপ্ত হয় ৩৬৫ রানে। অপরাজিত রয়ে গিয়েছেন মুশফিকুর। ৩৫৫ বল খেলে ১৭৫ নট আউট। তাঁর ইনিংসে রয়েছে একুশটি চার।

রহিম, লিটন ছাড়া বাংলদেশে ব্যাটিং বিফলতার অন্যতম কারণ শ্রীলঙ্কার দু’জন বোলার। কসুন রজিথা এবং অসিথা ফার্নান্দো যথাক্রমে নিয়েছেন পাঁচটি এবং চারটি করে উইকেট। একটি রান আউট। লাঞ্চের কিছুক্ষণ পরেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোরবোর্ড ১১৬.২ ওভারে ৩৬৫ রান।