অগ্নিগর্ভ বাংলাদেশ, নির্যাতিত সংখ্যালঘু মহিলারা! প্রতিবাদে সরব প্রাক্তন পাক ক্রিকেটার

বাংলাদেশে (Bangladesh Unrest) সংখ্যালঘুদের উপর যে অমানবিক অত্যাচার চলছে, সেকথা আজ আর কারোর অজানা নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।…

Danish Kaneria

বাংলাদেশে (Bangladesh Unrest) সংখ্যালঘুদের উপর যে অমানবিক অত্যাচার চলছে, সেকথা আজ আর কারোর অজানা নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এরমধ্য়ে বেশ কয়েকটি ভিডিয়ো এতটাই ভয়ানক যে তা দেখলে আপনাদেরও রক্ত ঠাণ্ডা হয়ে যাবে। আপাতত গোটা দেশজুড়ে চলছে লুটপাট। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে মাত্র ৮ শতাংশ সংখ্যালঘু রয়েছে। সংখ্যার বিচারে মাত্র ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে সংখ্যালঘুদের বেশ কয়েকটি গ্রামে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। মহিলারা নির্যাতিত হচ্ছেন। এছাড়া বেশ কয়েকটি জায়গায় তো গণপিটুনির ঘটনাও প্রকাশ্যে এসেছে।

বাংলাদেশ হাতছাড়া হতেই মালদ্বীপে ছুটলেন জয়শঙ্কর

সম্প্রতি ভয়েজ অফ ইন্ডিয়া একটি সোশ্যাল মিডিয়া পেজে এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে সংখ্যালঘু মহিলাদের গণধর্ষণ করা হচ্ছে। এমনকী, তাঁদের মাথায় পাথর থেঁতলে হত্যাও করা হয়েছে। সেইসঙ্গে একটি ভিডিয়োও রয়েছে। এই ভিডিয়োটি এতটাই বীভৎস যে এই প্রতিবেদনে রাখা একেবারে সম্ভব নয়।

দানিশ কানেরিয়ার প্রতিক্রিয়া
এই ভিডিয়োটি দেখার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মাঝেমধ্যেই এমন ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকেন। পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন লেগ স্পিনার ওই ভিডিয়োয় কমেন্ট করে লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে এমন অত্যাচার দেখে আমি আর শান্ত হয়ে থাকতে পারছি না। এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নীরবতা, সত্যিই একটা লজ্জার বিষয়।’ সেইসঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে ‘সেভ বাংলাদেশি হিন্দু’ লিখেছেন।

Advertisements

Danish Kaneria Tweet

ঢাকায় সংখ্যালঘুদের প্রতিবাদ
আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ঢাকায় রীতিমতো আন্দোলন শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু ঢাকার শাহবাগ চত্ত্বরে জমা হচ্ছেন। তাঁরা প্রত্যেকেই নিজেদের নিরাপত্তা দাবি করছেন। তবে তাঁরা বাংলাদেশ ছাড়তে চাইছেন না।