‘বিচারপতিরাও বিচারের আওতায়’, ছাত্র-ছাত্রীদের হুঙ্কারে কাঁপছে বাংলাদেশের আদালত

গণবিক্ষোভে বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর নতুন অন্তর্বর্তী সরকারের মূল শক্তি দেশটির পড়ুয়ারা। তাদের দুই প্রতিনিধি আছেন সরকারে। নোবেল জয়ী ড. ইউনূসের…

Bangladesh Students Issue Ultimatum Demanding Resignation of Judges

গণবিক্ষোভে বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর নতুন অন্তর্বর্তী সরকারের মূল শক্তি দেশটির পড়ুয়ারা। তাদের দুই প্রতিনিধি আছেন সরকারে। নোবেল জয়ী ড. ইউনূসের নেতৃত্বে চলা সরকার চলছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সামিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। এদের অভিযোগ, বিচারপতিরা আইনের শাসন না করে শেখ হাসিনার দলদাসে পরিনত হয়েছিলেন।তাদের পদত্যাগ করতে হবে।

   

পড়ুয়াদের হুমকি, হাইকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে।

গত ৫ আগস্ট বাংলাদেশে পালাবদল হয়েছে। দেশত্যাগী শেখ হাসিনা আছেন ভারতে। তাঁকে দেশে এনে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে বিচারের দাবিতে আন্দোলন চলছে।