Asia Cup: দিন শেষে ‘বাজিগর’ বাংলাদেশ

স্মৃতি সততই দুঃখের হয় না। এশিয়া কাপ ২০২৩ (Asia Cup) থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। শুক্রবার ভারতের বিরুদ্ধে ছিল নিজেদের প্রমাণ করার ম্যাচ। প্রমাণ করল বাংলাদেশ, পরাজিত ভারত।

Bangladesh

বাংলাদেশ: ২৬৫/৮ (৫০ ওভার)
ভারত: ২৫৯/১০ (৪৯.৫ ওভার)
স্মৃতি সততই দুঃখের হয় না। এশিয়া কাপ ২০২৩ (Asia Cup) থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। শুক্রবার ভারতের বিরুদ্ধে ছিল নিজেদের প্রমাণ করার ম্যাচ। প্রমাণ করল বাংলাদেশ, পরাজিত ভারত।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান তুলেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে ভারত যে ফর্মে রয়েছে তাতে এই টার্গেট কিছুই না, এমনটা অনেকে নিশ্চই মনে করেছিলেন। ভারত ইতিমধ্যে চলতি এশিয়া কাপের ফাইনালে চলে গিয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ ছিল নেহাতই নিয়ম রক্ষার। ভারতের জন্য নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু বাংলাদেশের জন্য প্রমাণ করার লড়াই।

বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারত। এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি, হার্দিক পন্ডিয়া, জসপ্রীত বুমরাহদের। টিম ইন্ডিয়ার হয়ে একাই লড়াই করলেন শুভমন গিল। ১৩৩ বলে বলে খেললেন ১২১ রানের ইনিংস। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার অক্ষর প্যাটেল, ৩৪ বলে ৪২ রান।

বাংলাদেশের জয়ের পিছনে অন্যতম কারিগর অধিনায়ক সাকিব আল হাসান। সেঞ্চুরি পাওয়ার মতো খেলছিলেন তিনি। আউট হলেন ৮৫ বলে ৮০ রান করে। বল হাতে ভারতের রানের গতি রুদ্ধ করে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারতের হয়ে এদিনের সেরা বোলার শার্দুল ঠাকুর। তিনিও নিয়েছেন তিন উইকেট।