Asia Cup 2023: পাকিস্তানের মাঠে বাংলাদেশের ব্যাঘ্র গর্জন

পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের (Asia Cup 2023) দিয়ে ম্যাচে পরাক্রমী টাইগার ব্রিগেড। পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে হেলায় হারাল বাংলাদেশ।

Bangladesh Won by 89 Runs

শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের (Asia Cup 2023) দিয়ে ম্যাচে পরাক্রমী টাইগার ব্রিগেড। পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে হেলায় হারাল বাংলাদেশ। এশিয়া কাপে জিইয়ে রাখল পরের পর্বে যাওয়ার আশা।

আফগানিস্তানের বিরুদ্ধে এদিনের ম্যাচ বাংলাদেশের জোড়া শতরান। এর আগের ম্যাচেই ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন নাজিমুল হোসেইন শান্ত। রবিবার করলেন শতরান (১০৫ বলে ১০৪ রান)। বাংলাদেশের আরও একজন ব্যাটার সেঞ্চুরি করেছেন, তিনি মেহেদি হাসান (১১৯ বলে ১১২ রান)। আউট না হলেও মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৩৩৪ রানের বিশাল রান তুলেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ললাট লিখন। অতীতে বাংলাদেশকে একাধিকবার পরাজিত করলেও এদিন পরিচিত ছিলেন না আফগানিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশের রানের গতিতে বাঁধ দিতে ব্যর্থ হয়েছিলেন তারা। পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তিনটি রান আউট। একটি করে উইকেট পেয়েছিলেন মুজিবুর রহমান এবং গুলবাদিন নবি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় ওভারে প্যাভিলিয়নে ফিরে যান রহমাদুল্লাহ গুরবাজ। ইমব্রাহিম জাদরান (৭৪ বলে ৭৫ রান) এবং হাসমাতউল্লাহ শাহিদি (৬০ বলে ৫১ রান) অর্ধশতরান করলেও বাংলাদেশের দেওয়া পাহাড় প্রমাণ রান তাড়া করার ক্ষেত্রে তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন চার উইকেট। তিন উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।