Tamim Iqbal: সফলতার শীর্ষে থেকেও ‘অবসর’ তামিম ইকবালের

বাংলাদেশ ক্রিকেটে (BCB) লাগল সুনামি ধাক্কা। দেশটির অন্যতম ঝোড়ো ব্যাটসম্যান তামিম ইকবালের (Tamim Iqbal) অবসর ঘোষণায় চাঞ্চল্য ছড়াল। তিনি ফেসবুকে জানিয়েছেন, টি টোয়েন্ট খেলবেন না…

tamim iqbal

বাংলাদেশ ক্রিকেটে (BCB) লাগল সুনামি ধাক্কা। দেশটির অন্যতম ঝোড়ো ব্যাটসম্যান তামিম ইকবালের (Tamim Iqbal) অবসর ঘোষণায় চাঞ্চল্য ছড়াল। তিনি ফেসবুকে জানিয়েছেন, টি টোয়েন্ট খেলবেন না আর।

তামিম ইকবালের সফলতা নজরকাড়া। সম্প্রতি তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল হয়েছেন। সেখানে সাকিব ও মাহমুদউল্লাহ ব্যর্থ। শতভাগ সফল হয়েছেন তামিম ইকবাল। তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তামিম হন সিরিজ সেরা।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম ফেসবুক পোস্টে লিখেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি প্রাক্তন হয়ে গেছেন। তানিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

বিসিবি সূত্রে খবর, ২০২০ সালের মার্চের পর থেকে টি টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল। গত টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি। বিসিবি আরও জানাচ্ছে, ছয় মাসের বিরতিতে যান তামিম। এবার অবসরের ঘোষণা করলেন।

বিসিবি সূত্রে খবর, দেশের হয়ে ৭৮ টি টোয়েন্টিতে ২৪.১ গড় এবং ১৭৫৮ রান করেছেন তামিম। বাংলাদেশর প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি।