Santosh Trophy: সিকিমকে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

Santosh Trophy Sports desk: বৃ্হস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে বাংলা ১-০ গোলে সিকিমকে উড়িয়ে দিয়ে ৭৪ তম সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল। বাংলার হয়ে গোলদাতা ক্লাব ফুটবলে…

Santosh Trophy

Santosh Trophy
Sports desk: বৃ্হস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে বাংলা ১-০ গোলে সিকিমকে উড়িয়ে দিয়ে ৭৪ তম সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল। বাংলার হয়ে গোলদাতা ক্লাব ফুটবলে ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলা দিলীপ ওঁরাও।

ম্যাচের ৪২ মিনিটে দিলীপ ওঁরাও এর করা গোলে এগিয়ে যায় বাংলা। প্রথমার্ধে হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করে বসে সিকিমের বিরুদ্ধে।

ম্যাচের ১৮ মিনিটে মহিতোষ রায়ের পেনাল্টি শট মিস হয়, মহিতোষের শট বার পোস্টে লেগে বেরিয়ে যায়, গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসে বাংলা। পেনাল্টি হাতছাড়া করেও বাংলার ছেলেরা মুষড়ে পড়েনি।

সিকিমের বিরুদ্ধে ছন্দ ধরে রেখে বাম দিক থেকে তুহিন দাসের ক্রশ থেকে দিলীপ ওঁরাও গোল করতেই বাংলা সন্তোষ ট্রফির ইস্ট জোনের ম্যাচে লিড নিয়ে ফেলে, ৪২ মিনিটে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলা গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ১-০ গোলে পিছিয়ে থেকে সিকিমের ফুটবলারেরা খোঁচা খাওয়া বাঘের মতো তেড়েফুঁড়ে দ্বিতীয়ার্ধে খেলতে শুরু করে। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠে আসতে থাকে সিকিম। এই সময় বেশকিছু দুরন্ত সেভ করেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং। একা কুম্ভ হয়ে বাংলার দূর্গ সামলাতে দেখা যায় প্রিয়ন্তকে। শেষে রেফারি প্রিয়ব্রত সিংহের ম্যাচের শেষ বাঁশি বেজে উঠতেই বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফির মূলপর্বের যোগ্যতা অর্জন করে ইস্ট জোনের গ্রুপ ‘বি’ থেকে। দুই ম্যাচে জয়ের সুবাদে।

সন্তোষ ট্রফির ইস্ট জোন গ্রুপ ‘বি’ তে বাংলা প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ছত্তিসগড়কে, মহিতোষ রায় ও মহম্মদ ফারদিন আলির গোলে।