Baji Rout Cup: রাজস্থান এফসির মুখোমুখি হতে চলেছে মহামেডান

Mohammedan SC

ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সাদা কালো শিবির। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মহামেডান ক্লাব ইতিমধ্যেই ওড়িশা উড়ে গিয়েছে বাজি রাউট কাপ (Baji Rout Cup) টুর্নামেন্ট খেলার জন্য।

আগামী শুক্রবার, এই টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচ রয়েছে আন্দ্রে চেরনশিভের ছেলেদের, প্রতিপক্ষ রাজস্থান এফসি,দুপুর ২ টো থেকে এই ম্যাচ শুরু হবে।বৃ্হস্পতিবার সাদা কালো শিবিরের খেলোয়াড়রা চুটিয়ে প্র‍্যাকট্রিস করেছে। মরসুমের শুরু থেকেই বিল্ড আপ ফুটবল খেলে এসেছে মহামেডান এসসি।

   

বল মাটিতে রেখে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বিপক্ষের জালে বল জড়িয়ে দেওয়ার এই টেকনিক কলকাতা লিগে চমৎকারভাবে কাজে লাগিয়েছে ফাজলুরা।

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইলিগ।মহামেডান স্পোটিং আইলিগের উদ্বোধনী ম্যাচ খেলবে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে, মানজিরিতে। ফলে আইলিগ টাইটেলশিপ খেলতে নামার আগে বাজি রাউট কাপ নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা মঞ্চ হতে চলেছে মহামেডান স্পোটিং ক্লাব এবং রাজস্থান এফসি দুদলের কাছে।চলতি আইলিগে রাজস্থান এফসি আইলিগ খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন