পাহাড় প্রমাণ জয়ের দিন পঞ্চম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ গড়লেন বাবর-ইফতিখার

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup) উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি গড়লেন বাবর আজম ও ইফতিখার আহমেদ।

Babar Azam, Iftikhar Ahmed

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup) উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি গড়লেন বাবর আজম ও ইফতিখার আহমেদ। দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করে ২১৪ রানের পার্টনারশিপ গড়েন। বাবর ১৩১ বলে ১৫১ রান করেন এবং ইফতিখার ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন।

চোদ্দো বছর আগে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ইউনিস খান ও উমর আকমলের দখলে ছিল এই রেকর্ড। আকমল সেই ম্যাচে ১০২ রানে অপরাজিত এবং ইউনিস করেছিলেন ১১১ বলে ৮৯ রান।

   

পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের সেরা পার্টনারশিপগুলো যথাক্রমে:-
• বাবর আজম, ইফতিখার আহমেদ – ২১৪ রান বনাম নেপাল – আগস্ট ৩০, ২০২৩।
• ইউনিস খান, উমর আকমল – ১৭৬ রান বনাম শ্রীলঙ্কা – আগস্ট ৭, ২০০৯।
• ইনজামাম-উল-হক, ইউসুফ ইউহানা – ১৬২ রান বনাম অস্ট্রেলিয়া – সেপ্টেম্বর ৪, ২০০৪।
• ইউসুফ ইউহানা, ইউনিস খান – ১৫৫ রান বনাম শ্রীলঙ্কা – এপ্রিল ১৭, ২০০২
• ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ – ১৫২ রান বনাম জিম্বাবুয়ে – ফেব্রুয়ারি ২৫, ১৯৯৫।

বাবর ও ইফতিখারের মধ্যকার পার্টনারশিপ ক্রিকেটে পঞ্চম উইকেট জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ পার্টনারশিপ হিসেবেও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ডেভিড মিলার ও জেপি ডুমিনি ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রান সংগ্রহ করে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন।

পঞ্চম উইকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ ছয়টি পার্টনারশিপের তালিকা নিচে দেওয়া হল:-
• ডেভিড মিলার, জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) – ২৫৬* রান বনাম জিম্বাবুয়ে – ফেব্রুয়ারি ১৫, ২০১৫।
• ইয়ন মরগান, রবি বোপারা (ইংল্যান্ড)- ২২৬* রান বনাম আয়ারল্যান্ড – সেপ্টেম্বর ৩, ২০১৩।
• সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (বাংলাদেশ)- ২২৪ রান বনাম নিউজিল্যান্ড – জুন ৯, ২০১৭।
• মহম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা (ভারত) – ২২৩ রান বনাম শ্রীলঙ্কা – আগস্ট ১৭, ১৯৯৭।
• অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) – ২২০ রান বনাম নিউজিল্যান্ড – ডিসেম্বর ৭, ২০০৫।
• বাবর আজম, ইফতিখার আহমেদ – ২১৪ রান বনাম নেপাল – আগস্ট ৩০, ২০২৩।