Australia vs Pakistan: পাক সফরে যাবেন না অস্ট্রেলিয়ার ভারতীয় কোচ

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia vs Pakistan)। কিন্তু অজিদের এই পাক সফরে দলের সঙ্গে যাচ্ছেন না কোনও স্পিন বোলিং কোচ। প্রায়…

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia vs Pakistan)। কিন্তু অজিদের এই পাক সফরে দলের সঙ্গে যাচ্ছেন না কোনও স্পিন বোলিং কোচ। প্রায় এক দশক পর স্পিন বোলিং কোচকে ছাড়াই উপমহাদেশ সফর করতে চলেছে ব্যাগি গ্রিন।

কারণটা অবশ্য সম্পূর্ণ কূটনৈতিক। দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একেবারে তলানীতে। দুদেশের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। ভারত যেহেতু ওয়াঘার ওপারে যেতে নারাজ, তাই পাকিস্তানও আসে না এই দেশে। এমনকি, আইপিএলে সারা বিশ্বের ক্রিকেটাররা অংশ নিলেও পাকিস্তানের ক্রিকেটারদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাকিস্তানের ভিসা দেওয়া হয় না। আর সম্ভবত সেই কারণে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম চাকরির থেকে দেশকে বেশি গুরুত্ব দিয়েছেন।

বিগত ছয় বছর ধরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তিনি দলের সঙ্গে পাক মুলুকে যাওয়ার ব্যাপারে অসম্মতি জানিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করার জন্য নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যোগাযোগ করেছে তারা। কিন্তু হাতে সময় কম থাকায় এই চুক্তি হওয়ার আগেই পাকিস্তান সফরে বেরিয়ে যাবে প্যাট কামিন্স অ্যান্ড কোং।

শেষবার ২০১৩ সালে ভারত সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিল না কোনও স্পিন বোলিং কোচ। সেবার টেস্ট সিরিজে ৪-০ ফলে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুই ম্যাচ আয়োজিত হবে ১২ ও ২১ মার্চ থেকে। টেস্ট সিরিজের ম্যাচ তিনটি হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।