IND vs AUS: ম্যাচ শুরু হওয়ার আগেই যেন পিছিয়ে পড়েছিল ভারত। বিভিন্ন কারণে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ছিলেন না ভারতের একাধিক ক্রিকেটার। পরিস্থিতি এমনই হয়েছিল যে মাঠে জল নিয়ে যাওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল স্থানীয় ক্রিকেটারদের। একাধিক ক্রিকেটার না থাকলেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশ অবশ্য হেলাফেলা করার মতো ছিল না। তারকা সমৃদ্ধ একাদশ নিয়েই সৌরষ্ট্রের মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া।
এদিন প্রথমে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে তারা তুলেছিল ৩৫২ রান। প্রথম উইকেটে ৭৮ এবং দ্বিতীয় উইকেটে ২১৫ রান তুলে সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। দলের টপ অর্ডারে থাকা প্রত্যেক ব্যাটসম্যান ভালো রান পেয়েছেন- ডেভিড ওয়ার্নার ৫৬ রান, মিচেল মার্শ ৯৬ রান, স্টিভ স্মিথ ৭৪ রান, মার্নস লাবুশানে ৭২ রানের ইনিংস খেলেছেন।
সাত উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে এদিনের ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। জোড়া উইকেট কুলদীপ যাদবের নামে। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেন করতে নেমেছিলেন। রোহিত ৮১ রানের ইনিংস খেলেলেও সুন্দর করেছেন মাত্র ১৮ রান। ভারতের হয়ে বিরাট কোহলি ৫৬ এবং শ্রেয়াস আইয়ার ৪৮ রানের ইনিংস খেলেছেন। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট যুক্ত করেছেন নিজের নামের পাশে। ভারতের ৩৫২ রানের জবাবে ভারতের ইনিংস থেমেছে ২৮৬ রানে। ম্যাচ হারলেও অবশ্য সিরিজের ভাগ্য আগেই নির্ণয় হয়ে গিয়েছিল। এদিনের ম্যাচ ছিল স্রেফ নিয়ম রক্ষার জন্য।