ISL: জোড়া লাল কার্ড দেখে মোহনবাগানের কাছে হারল বেঙ্গালুরু এফসি

গত ২৩ তারিখ পাঞ্জাবের বিরুদ্ধে জয় পাওয়ার পর আজ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে…

Mohun Bagan Supergiants

গত ২৩ তারিখ পাঞ্জাবের বিরুদ্ধে জয় পাওয়ার পর আজ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করল কলকাতার এই প্রধান। দলের হয়ে একমাত্র গোল করেন মরোক্কান তারকা হুগো বুমোস। তার গোলের পর থেকেই ধীরে ধীরে নাস্তানাবুদ হতে শুরু করে সাইমনের বেঙ্গালুরু এফসি ফুটবল দল। এই নিয়ে আইএসএলে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন দল। যা দেখে খুশি আপামর বাগান সমর্থকরা।

Mohun Bagan Supergiants

   

উল্লেখ্য, গত ম্যাচের মতো এই ম্যাচে ও অনুপস্থিত ছিলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে, শক্তিশালী মোহনবাগান দলের বিপক্ষে খেলতে নেমে আক্রমণভাগে কিছুটা হলেও চাপ সৃষ্টি হচ্ছিল বেঙ্গালুরু দলের। তবে প্রথমার্ধে দুই দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ এলেও তা ফিনিশ করতে পারেনি কেউ। তাই প্রথমার্ধের শেষে একেবারে গোলশূন্যই থেকে যায় ম্যাচের ফলাফল। তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

যা সামাল দিতে গিয়ে নাস্তানাবুদ পরিস্থিতি দেখা দেয় বেঙ্গালুরুর। এসবের মাঝেই সুযোগ বুঝে ম্যাচের ঠিক ৬৭ মিনিটের মাথায় গোল করে যান দলের ভরসাযোগ্য তারকা হুগো বুমোস। তারপর থেকে ক্রমশ চাপে পড়তে থাকে বেঙ্গালুরু ব্রিগেড। পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাল কার্ডের কবলে ও পড়তে হয় বেঙ্গালুরু দলের দুই ফুটবলার তথা সুরেশ ও রোষনকে। তবুও বাগানের জয় ঠেকানো সম্ভব হয়নি তাদের। অন্যদিকে গোলের সহজ সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ হন দিমিত্রি পেট্রাতোস। নাহলে একাধিক গোলে ম্যাচ জিততে পারত মোহনবাগান দল।