Saturday, December 6, 2025
HomeSports Newsওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

- Advertisement -

ফের মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। বুধবার ওয়েলিংটনে বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে দেরি হয়। শেষ পর্যন্ত ম্যাচ দাঁড়ায় ৪৫ ওভারের। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং নিলেও সেই সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। প্রথম উইকেটেই অস্ট্রেলিয়া তুলে ফেলে ২১৬ রান। দুরন্ত খেললেন র‌্যাচেল হেনেস এবং অ্যালিসা হিলি। ১৭টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ১০৭ বলে ১২৯ রানে ফিরে যান হিলি। কিছুক্ষণ পরে হেনেসও ফেরেন ৮৫ রানে। পরের দিকে নেমে মেগ ল্যানিং অপরাজিত ২৬ এবং বেথ মুনির অপরাজিত ৪৩ রানের দাপটে ৪৫ ওভারে ৩ উইকেটে ৩০৫ তোলে অস্ট্রেলিয়া।

Advertisements

অস্ট্রেলীয় বোলারদের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। দিয়ান্দ্রা ডটিন (৩৪) এবং হেলি ম্যাথুজ (৩৪) প্রথম দিকে লড়াই দেওয়ার চেষ্টা করলেও পরের দিকে কেউ দাঁড়াতে পারেননি। অধিনায়ক স্টেফানি টেলর (৪৮) শেষের দিকে সামান্য লড়াই দেন। চোটের কারণে চিনেল হেনরি এবং আনিসা মহম্মদ ব্যাট করতে পারেননি। ৩৭ ওভারে ১৪৮ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।শুরু থেকেই এক বারও মনে হয়নি ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিততে পারে।

   
Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular