FIH Pro League : ক্রিকেটের পর এবার হকির মাঠেও ভারতকে কড়া টক্কর দিয়ে হারাল অস্ট্রেলিয়া

India Men's Hockey Team Geared Up for FIH Hockey Pro League

বৃহস্পতিবার এফআইএইচ প্রো লীগের (FIH Pro League) ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬-৪ গোলে হেরে গেল ভারত (India vs Australia)। ২-০ গোলে পিছিয়ে থেকে ফিরে এসে হাফ টাইমে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Hockey India)। শেষ পর্যন্ত ৬-৪ গোলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। 

কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করল অস্ট্রেলিয়া। খেলার মাঠে অস্ট্রেলিয়ার সময় এখন ভালোই যাচ্ছে। ক্রিকেটের পর এবার ফুটবলেও ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া।

   

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন Govers Blake। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে আবারও অস্ট্রেলিয়ার গোল। আবারো সেই ব্লেক। 

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর পাল্টা মার দিতে শুরু করে ভারত। ব্লেকের জোড়া গোলের জবাবে হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল। দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ভারতের বাকি গোল দুটি করেছেন সুখজিৎ সিং ও মনদীপ সিং। 

মিনিট এগারো দুই গোলের লিড বজায় রেখেছিল ভারত। তারপর অস্ট্রেলিয়ার কামব্যাক। আঠারো মিনিটের স্পেলে চার গোল। অস্ট্রেলিয়ার পক্ষে ৬-৪ গোলে শেষ হল ম্যাচ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন