Sunday, December 7, 2025
HomeSports NewsATK Mohunbagan: জোরকদমে চলছে প্রীতম কোটালদের অনুশীলন

ATK Mohunbagan: জোরকদমে চলছে প্রীতম কোটালদের অনুশীলন

- Advertisement -

কলকাতা লীগে ATK মোহনবাগানের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়েছে। ভারতীয় ফুটবল দলের সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত জাতীয় দলে সবুজ মেরুন ব্রিগেডের থেকে তিনজন ফুটবলার সুযোগ পেয়েছেন লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন ও দীপক টাংরি। এমন আবহে শনিবার জোরকদমে গঙ্গা পাড়ের ক্লাব তাবুতে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে হুয়ান ফেরান্দোর ছেলেরা।

   

এদিন ক্লাব তাবুর মাঠে সবুজ মেরুন লিস্টন কোলাসো, , ফ্লোরেন্টিন পোগবা সহ দলের খেলোয়াড়রা মূলত সিচুয়েশন প্র‍্যাকট্রিসের ওপর জোর দিয়েছে। জাতীয় দলের ক্যাম্প কলকাতায় বসবে।

প্রসঙ্গত,জাতীয় দলের ক্যাম্পে সবুজ মেরুন শিবিরের ৯ জন ফুটবলার ডাক পেয়েছিল।ফলে কলকাতা লীগে মোহনবাগানের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।ইতিমধ্যেই বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (IFA) থেকে বকেয়া অর্থের প্রথম কিস্তি দেওয়া হয়েছে সবুজ মেরুন ক্লাব দলকে।কিন্তু এরপরেও হুয়ান ফেরান্দোর দলের কলকাতা লীগের সুপার সিক্সে খেলা নিয়ে ডামাডোল অব্যাহত ছিল। কিন্তু জাতীয় শিবিরের ক্যাম্পে তিন ফুটবলারের ডাক পাওয়াতে শেষ পর্যন্ত সমস্ত অস্বস্তি কেটে গিয়েছে।

এখানে উল্লেখ্য যে,কলকাতা লীগের সুপার সিক্সে ইতিমধ্যেই তিন দল ভবানীপুর,এরিয়ান্স এবং খিদিরপুর কোয়ালিফাই করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular