‘মোহনবাগান’কে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য প্রবীর দাসের

১৩১ তম ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি।মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর হয়ে শিবশক্তি ও অ্যালান কোস্তা। মুম্বইর হয়ে গোল…

Prabir Das Bangalore FC

১৩১ তম ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি।মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর হয়ে শিবশক্তি ও অ্যালান কোস্তা। মুম্বইর হয়ে গোল করেন আপুইয়া।

ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময়ে বেঙ্গালুরু এফসির বাঙালি ফুটবলার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রেক্ষিতে আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন “যারা ভেবেছিল আমি শেষ হয়ে গিয়েছি,আমার ফিউচার শেষ তাদের জন্য আমি একটা ছোট বার্তা দেবো,আমি হার্ড ওয়ার্কিং করে এই জায়গাতে এসেছি।আমার ফ্যানেরা আমার পাশে।”

এখানেই থেমে না থেকে বাঙালি ডিফেন্ডার এও বলেন,”যাদের ইগোতে আমাকে জব্দ করা হয়েছিল তাদের কাছে আমি থ্যাঙ্কফুল…আমি তাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি শেষ হয়ে যায়নি।আমি উপলব্ধি না করি আমি শেষ হয়ে গিয়েছি,ততদিন খেলা চালিয়ে যাবো। এজ এ টিম,এজ এ প্লেয়ার আমি ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করি।” এরই সঙ্গে প্রাক্তন ATK মোহনবাগানের এই খেলোয়াড় বলেন, “যেভাবে আমার ফ্যানেরা আমার পাশে ছিল তারজন্য ধন্যবাদ।”

ফাইনালে দু’দলই ওপেন ফুটবল খেলেছে। গোলের সংখ্যা বাড়তে পারতো। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কোনও দলই। মুম্বইর বিরুদ্ধে ম্যাচে ফিজিয়ান গোল্ডেন বয় বিশেষ কোন সুবিধা করে উঠতে পারেনি,জোনাল মার্কিংর ফাঁদের কারণে। বেঙ্গালুরুর আক্রমণের মুখ ছিল সুনীল ছেত্রী। ইন্ডিয়ান সুপার লীগে বল গড়ানোর আগে ডুরান্ড কাপ টাইটেলশিপ নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগাবে অংশগ্রহণকারী দলগুলোকে। নিজেদের ভুল ভ্রান্তি,টিম কম্বিনেশন, ফিটনেস, স্ট্র‍্যাটেজি টোটাল ফুটবলকে আর বেশি করে গুছিয়ে নিতে সাহায্য করবে।