East Bengal Club : ইভান গঞ্জালেজের পথ ধরে আসতে পারেন বিদেশি!

ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal Club) কেন্দ্র করে জল্পনার শেষ নেই। কতোই না বিদেশের নাম ভেসে বেড়াচ্ছে ক্লাবের চারপাশে। এর মধ্যে সত্যি কোনটা? আগামী মরসুমের জন্য…

East Bengal Club foreign

ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal Club) কেন্দ্র করে জল্পনার শেষ নেই। কতোই না বিদেশের নাম ভেসে বেড়াচ্ছে ক্লাবের চারপাশে। এর মধ্যে সত্যি কোনটা?

আগামী মরসুমের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে আপাতত ইভান গঞ্জালেজকে ইস্টবেঙ্গল ক্লাব নিশ্চিত করেছে। এরপর যে ক’জন বিদেশি ফুটবলারের নাম শোনা যাচ্ছে তার বেশিরভাগটাই জল্পনা। যার ভিত খুবই দূর্বল।

এখনও পর্যন্ত যা খবর তাতে দেশন ব্রাউনের জল্পনা সত্যি বলে মনে করা হচ্ছে। তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব দেওয়ার হয়েছিল বলে ফুটবল মহলের অনেকের দাবি বেশ জোরালো। এছাড়া অন্যান্য যাদের নাম সম্প্রতি শোনা গিয়েছে সেগুলো সত্যি হওয়ার সম্ভাবনা কম।

ইস্টবেঙ্গল স্কোয়াডে এখন একমাত্র বিদেশি স্পেনের ইভান। জানা গিয়েছে, তিনি যে এজেন্সির মারফৎ লাল হলুদ ক্লাবে এসেছেন, সেই এজেন্সির সঙ্গে কলকাতার একটা যোগ রয়েছে। সেই সূত্র বা যোগাযোগকে কাজে লাগাতে পারলে আগামী দিনে ইস্টবেঙ্গল কর্তারা লাভবান হলেও হতে পারে। যে পথে ইভান তাঁবুতে এসেছিলেন, সেই একই পথে আসতে পারেন অন্যান্য বিদেশি ফুটবলাররা। ফলত ক্লাবের সামনে এখনও পথ খোলা রয়েছে। সই করতে দেরি হলেও বিদেশি ফুটবলার পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।