
এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে এক ঝাঁক তারকা বিদেশি। কেউ বিশ্বকাপ খেলেছেন, তো কেউ ইউরো। তবুও আগামী সময়ে ভারতীয় ফুটবলাররাই হয়তো হতে চলেছেন এটিকে মোহন বাগানের কান্ডারী। বিশেষ করে লিস্টন কোলাসো, কিয়ান নাসিরির মতো ফুটবলাররা।
সম্প্রতি কম বয়সী ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারে জোর দিয়েছে এটিকে মোহন বাগান। প্রথম দলে জায়গা পেয়েছেন সাতজন উঠতি খেলোয়াড়। যার মধ্যে একজন বাংলার ফারদিন আলি মোল্লা। কিয়ান নাসিরিও প্রথম দলে রয়েছেন। দুজনেই আক্রমণভাগের ফুটবলার।
এখনও পর্যন্ত যা সই হয়েছে তাতে বাগানে এখনও পর্যন্ত নেই কোনো বিদেশি স্ট্রাইকার। ডিফেন্স এবং মাঝমাঠের বিদেশি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোচ হুয়ান ফেরান্দকে আক্রমণভাগে ভরসা রাখতে হবে কোলাসো, মনভীর সিং, কিয়ানদের ওপর। এই তিনজনেই গত মরসুমের হিট। বিশেষ করে কোলাসো, মনভীর। কিয়ান শুরুতেই চমক দিয়েছিলেন। পরে গোল না পেলেও ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন।
সম্প্রতি তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। দারুণ সাড়া পাওয়া গিয়েছিল। যুব দলের কোচিংয়ের জন্য নিয়োগ করা হয়েছে ভালো মানের অভিজ্ঞ বিদেশি কোচ। হুয়ান নিজেও তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে ভালোবাসেন। সব মিলিয়ে নবীন ও অভিজ্ঞ খেলোয়াড়দের জমাটি রসায়ন দেখা যেতে পারে এটিকে মোহন বাগানে। আর ফুটবলে গোলটাই তো সব। আর এই কাজের দায়িত্ব বর্তাতে পারে কোলাসো, মনভীর সিং, কিয়ানদের ওপর।










