ISL: ডার্বি ম্যাচ জিতল ATK মোহনবাগান, হ্যাটট্রিক কিয়ান নাসিরির

ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন গোলশূন্য। শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী SC ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলতে নামে ATK…

mohunbagan

ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন গোলশূন্য। শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী SC ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলতে নামে ATK মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে। ৩৮১তম হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ATK মোহনবাগান ৩-১ জিতলো, চিরপ্রতিদ্বন্দ্বী SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ডার্বি ম্যাচে হ্যাটট্রিক কিয়ান নাসিরির, এক লহমায় নায়ক তরুণ প্রতিভাবান এই ফুটবলার।

এদিন সবুজ মেরুন ব্রিগেডের প্রথম একাদশে ঠাই হয় নি রয় কৃষ্ণর। শুরু থেকেই দুই দল বল পায়ে আক্রমণে উঠে এসে গোলের লকগেট খোলার চেষ্টা করে। কিন্তু কেউই বল জালে জড়াতে পারেনি। ম্যাচের ১০ মিনিট বয়সে অঙ্কিত মুখার্জী চোটের কারণে মাঠ ছাড়লে অমরজিৎ সিং কিয়াম মাঠে নামে।

ATK মোহনবাগানের মনবীর সিং,কার্ল ম্যাকহিউ,অধিনায়ক প্রীতম কোটাল, ডেভিড উইলিয়ামস গোলের সুযোগ মিস করে। অন্যদিকে, SC ইস্টবেঙ্গল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।আন্তোনিও পেরোসেভিচ,নাওরেম মহেশ সিং,মার্সেলো ডস স্যান্টোস গোলের সুযোগ হাতছাড়া করে।

ডার্বি ম্যাচে বারে বারে লাল হলুদ ব্রিগেডের গোল করার লোকের অভাব ফুটে ওঠে। অতিরিক্ত ওয়ার্ক লোড নিতে দেখা যায় প্রথমার্ধে মার্সেলো ডস স্যান্টোসকে। পেরোসেভিচের ফ্রিকিক গোলে কনভার্ট হয়নি।

৩৮১ তম চলতি ISL সেশনের ডার্বি ম্যাচের ৫৬ মিনিটে পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোল SC ইস্টবেঙ্গলের হয়ে গোল করে, ০-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড।৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত হিসেবে মাঠে নামা খেলোয়াড় কিয়ান নাসিরি ATK মোহনবাগানকে গোলের সমতায় ফিরিয়ে আনে,১-১ স্কোরলাইনে।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য তেড়েফুঁড়ে ওঠে।বল পায়ে আক্রমণ শানাতে থাকে।লিস্টন কোলাসো,হুগো বুমৌস গোল করতে ব্যর্থ হয়। শুভাশিস বোসের ক্লোজ রেঞ্জের হেডার মিস হয় ৪৮ মিনিটে। প্রবীর দাস,দীপক টাংড়ির শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৫৫ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের বা পায়ের শট বক্সের ভিতর আটকে যায়, নাওরেম মহেশের পাসিং থেকে। মারিও রিভেরার ছেলেদের কাছে গোল খেয়ে মেরিনার্সরা দমে না গিয়ে গোল শোধের জন্য উঠে আসে বল পায়ে আক্রমণে। হুগো বুমৌস, ডেভিড উইলিয়ামসের গোলের সুযোগ হাতছাড়া হয়। ৬১ মিনিটে কার্ল ম্যাকহিউ গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে লাগাতার রেড এন্ড গোল্ড ব্রিগেড বক্সে আক্রমণের সুফল আসে ৬৪ মিনিটে নাসিরির গোলে,সমতায় ফিরে আসে ATK মোহনবাগান,চিরপ্রতিদ্বন্দ্বী SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

ডার্বি ম্যাচ শেষ হতে আর ৬ মিনিট বাকি,স্কোরলাইন ১-১ গোলে ড্র। অমরজিৎ সিং কিয়াম ফাউল করে বসে, এই সুযোগে পেনাল্টি পায় মেরিনার্সরা।কিন্তু ৬৬ মিনিটে খারাপ ভাবে পেনাল্টি মিস ডেভিড উইলিয়ামসের।ডান পায়ের শট গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়,হতাশ হয়ে পড়ে উইলিয়ামস। দু’মিনিট বাকি খেলা শেষ হতে ১-১ গোলের স্কোরলাইন। ৯০ মিনিট হয়ে গেল ১-১ গোলের স্কোরলাইন।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ATK মোহনবাগানের হয়ে গোল কিয়ান নাসিরির, ডার্বি ম্যাচে জোড়া গোল করে নায়ক,দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে।৯৪ মিনিটে কিয়ান নাসিরির হ্যাটট্রিক হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে।

কিয়ান নাসিরির দুই নম্বর গোল ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে ডান দিক বরাবর। আর তৃতীয় গোল নাসিরির মনবীর সিং’র পাস থেকে,প্রতিপক্ষের বক্সের মাঝখান থেকে। দুটো পায়ই সচল ফরোয়ার্ড কিয়ান নাসিরির।টানা চার ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।