ATK Mohun Bagan: ডেভলপমেন্ট লিগের সেমিফাইনাল খেলবে মোহনবাগান, দেখে নিন প্রথম একাদশ

ATK Mohun Bagan will play the semifinals

এবারের ফুটবল মরশুমে সিনিয়রদের পাশাপাশি ব্যাপক ছন্দে রয়েছে সবুজ-মেরুনের (ATK Mohun Bagan( ছোটরা। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের শুরুতে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে যে যাত্রা শুরু করেছিলেন সুমিত-কিয়ানরা, তা বর্তমানে তাদের পৌঁছে দিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

আজ সন্ধ্যা ৭টা নাগাদ নাভি মুম্বাইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে বেঙ্গালুরু এফসির সাথে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। আজ জিতলেই সাফল্যের সরনীতে আরও একধাপ এগিয়ে যাবে তারা। তাই আজকের ম্যাচ কে ডু অর ডাই ভেবেই মাঠে নামতে সবুজ-মেরুন।

   

উল্লেখ্য, রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের এই দ্বিতীয় বর্ষের শুরুটা ভালো হলেও মাঝখানে বিনো জর্জের ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয়েছিল তাদের। যারফলে, ইস্টজোন থেকে রানার্স আপ হয়েই জাতীয় পর্বে উঠে আসে দল। তারপর মনিপুরে খেলতে গিয়ে নর্থইস্ট ইউনাইটেড থেকে শুরু করে একাধিক হেভিওয়েট কে হারায় ফারদিনরা। শেষ পর্যন্ত জাতীয় পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসে মোহনবাগান। পাশাপাশি নেক্সট জেন কাপ খেলার ও সুবর্ণ সুযোগ পায় কলকাতার এই প্রধান।

তবে আজ বেঙ্গালুরু বধ করতে মরিয়া সবুজ-মেরুনের ছোটরা। সেইমতো সাজানো হয়েছে প্রথম একাদশ। এক্ষেত্রে দলের তিনকাঠি সামলানোর দায়িত্ব পেয়েছেন জাহিদ। পাশাপাশি আক্রমণভাগ কে শক্তিশালী করতে রাখা হয়েছে সুহেল, শিবেজিৎ ও আমনদ্বীপ কে। এছাড়াও আজ দলে থাকছেন টাইসন সিং,নোংডাম্বা, এঙ্গসন সিং, রবি রানা, রাজ বাঁশফোর,ও দীপেন্দু। সেইসাথে আজ দলের অধিনায়ক থাকছেন অভিষেক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন