এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। এবারের সবুজ মেরুন শিবিরের মূল সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে দলটার চোটাঘাতের সমস্যা৷ এই সমস্ত সমস্যা না থাকলে হয়ত আরো বেশি ভালো পারফরম্যান্স আমরা দেখতে পেতাম জুয়ান ফেরান্দের দল থেকে।
ইন্ডিয়ান সুপার লিগের শেষ কয়েকটি ম্যাচে বেশ কিছু সবুজ মেরুন শিবিরের ফুটবলার তাদের সেরা পারফরম্যান্স দিয়েছে সেটা বলা চলে।প্রতিটি দলের ফুটবলারদের উৎসাহ দিতে সপ্তাহ শেষে ইন্ডিয়ান সুপার লিগের সাথে জড়িত ফুটবল বিশেষজ্ঞরা সপ্তাহের সেরা একটি আইএসএলের দল গঠন করে, যেখানে জায়গা করে নেয় বিভিন্ন দলের সেরা সেরা ফুটবলাররা।
সাম্প্রতিক তম সপ্তাহে যে সেরা দলটা প্রকাশ করা হয়েছে আইএসএলে সেখানে স্থান করে নিয়েছে এটিকে মোহনবাগান দলের পাঁচজন ফুটবলার। তিনজন ডিফেন্ডার – ব্রান্ডন হামিল,শুভাশীষ বোস এবং আশীষ রাইকে রাখা হয়েছে, মাঝমাঠে রাখা হয়েছে গ্লেন মার্টিন্স এবং আক্রমণ ভাগে দিমিত্রি পেত্রাতোসকে রেখেছে এক্সপার্টরা।
সপ্তাহের সেরা একাদশের মধ্যে পাঁচ জন ফুটবলার একই দলের,নিঃসন্দেহে এই বিষয়টি অত্যন্ত গর্বের একটা বিষয় এটিকে মোহনবাগান এবং তাদের সমর্থকদের জন্যে। এই দলে গোলকিপার রাখা হয়েছে করণজিৎ কে,তবে বেশ কিছু ফুটবল বিশেষজ্ঞ মনে করেন এই গোলকিপার পজিশনে এটিকে মোহনবাগানের বিশাল কায়েথের থাকা উচিত ছিলো। এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে অবিস্মরণীয় পারফরম্যন্স দিচ্ছে বিশাল।