ATK Mohun Bagan: দলের এই প্রাক্তন তারকা ফুটবলারকে ফেরাতে মরিয়া বাগান

ফের জানুয়ারির ট্রান্সফার মার্কেট কে কেন্দ্র করে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) নিয়ে একটি ট্রান্সফার আপডেট এলো প্রকাশ‍্যে।

footballer Imran Khan

ফের জানুয়ারির ট্রান্সফার মার্কেট কে কেন্দ্র করে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) নিয়ে একটি ট্রান্সফার আপডেট এলো প্রকাশ‍্যে। চলতি ট্রান্সফার উইন্ডোতে আরও দুই একজন ভালো মানের ভারতীয় ফুটবলার কে নিতে চলেছেন তারা, ইতিমধ্যে সেটা জানিয়েছেন এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারের সাথে কথাবার্তা চালিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট, কিন্তু তারা বর্তমানে যে ক্লাবে রয়েছেন, সেই ক্লাব তাদের ছাড়তে আগ্রহী নয় এই মুহূর্তে।

   

এমন একটা সময় মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন এক ফুটবলারকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সবুজ মেরুন শিবির।২০১৯-২০ মরশুমে মোহনবাগানে খেলে যাওয়া ২৭ বছর বয়সী লেফট উইংয়ের ফুটবলার ইমরান খানের উপর এখন নজর আছে এটিকে মোহনবাগানের।

৬০ লাখ টাকার মার্কেট ভ‍্যালুর এই ফুটবলার বর্তমানে খেলছেন নর্থইস্ট ইউনাইটেডে। নর্থইস্ট ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের। ইমরানের সাথে তার বর্তমান ক্লাব নর্থইস্টের চুক্তি রয়েছে ৩১ শে মে ২০২৩ অবধি। এবার তাকে নিতে চাইছে এটিকে মোহনবাগান। আশিক কুরুনিয়ানের ব‍্যাক আপ হিসেবে তাকে দলে নিতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ন‍র্থইস্টের হয়ে ১০ ম‍্যাচে ৪০৬ মিনিট গেম টাইম পেয়েছে ইমরান। কিন্তু এটিকে মোহনবাগানে এলে সে গেমটাইম পাবেন কিনা সেটাই সন্দেহের বিষয়।এমন আশঙ্কা নিয়ে কি শেষ অবধি ইমরান সাড়া দেবে সবুজ মেরুন ডাকে,এখন সেটাই দেখার বিষয়।