ATK Mohun Bagan : মেজাজটাই তো আসল, লিস্টনকে জড়িয়ে ধরলেন পোগবা

ATK Mohun Bagan

টিম কম্বিনেশন বা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া যে কোনও দলের জন্য সম্পদ। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া না থাকলে নামীদামী ফুটবলার থাকলেও হয়তো কাজের কাজটি হবে না। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) অনুশীলনে ক্রমে গড়ে উঠছে সেই টিম কম্বিনেশন ও টিম বন্ডিং।

Advertisements

 

এটিকে মোহন বাগানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে খেলোয়াড়রা অনুশীলন করছেন নিজেদের মধ্যে। ভিডিওটিতে লিস্টন কোলাসো ও ফ্লোরেন্টিন পোগবাকে দেখানো হয়েছে বিশেষভাবে।

Advertisements

অনুশীলনের সময়ে লিস্টন কোলাসোকে জড়িয়ে ধরেছিলেন পোগবা। অনুশীলন করার সময়ে পোগবা ছুটে চলে এসেছিলেন কোলাসোর দিকে। হয়তো ধাক্কা লাগতো দু’জনের মধ্যে। নিজের গতি থামিয়ে লিস্টনের কাছে চলে আসেন পোগবা। এরপর জড়িয়ে ধরেন সতীর্থকে। বেশ কয়েক সেকেন্ডের জন্য তিনি জড়িয়ে ধরেছিলেন সতীর্থদের।

নতুন মরসুমের আগে ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। তিনি ফরাসি তারকা পল পোগবার দাদা। সম্প্রতি মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন বাগানের হয়ে। প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। দলের অন্যান্যদের সঙ্গে ক্রমে গড়ে উঠছে তাঁর বোঝাপড়া।