টুইট করে ATK মোহনবাগান বড় ঘোষণা করলো

ইতিমধ্যে ১৩১ তম ডুরান্ড কাপের হাত ধরে ২০২২-২৩ ফুটবল মরসুম শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল সার্কিটে। ATK মোহনবাগান দলের অনুশীলন এখন তুঙ্গে। এরই মধ্যে ATK…

ইতিমধ্যে ১৩১ তম ডুরান্ড কাপের হাত ধরে ২০২২-২৩ ফুটবল মরসুম শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল সার্কিটে। ATK মোহনবাগান দলের অনুশীলন এখন তুঙ্গে। এরই মধ্যে ATK মোহনবাগান চলতি মরসুমের জন্য নিজেদের দলের অধিনায়কদের নাম ঘোষণা করে দিল।

নিয়মিত অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে জনি কাউকো,অভিষেক,লেনি, দীপক টাঙড়ি,লিস্টন, কিয়ান নাসিরিরা। শুক্রবার সন্ধ্যেতে

   

২০২২-২৩ ফুটবল মরসুমে সবুজ মেরুন শিবির থেকে চারজন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে,৯০ মিনিটের লড়াইতে ম্যাচ সিচুয়েশনকে মাথায় রেখে। দুই ভারতীয় ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোস এবং দুই বিদেশী ফ্লুরেনন্টি পোগবা ও জনি কাউকো মেরিনার্স ক্যাম্পের নেতৃত্ব দিতে চলেছে।

টুইট করে ATK মোহনবাগান ঘোষণা করেছে,”প্রীতম কোটাল, জনি কাউকো, ফ্লোরেনটিন পোগবা এবং শুভাশীষ বোসকে ২০২২-২৩’র জন্য আমাদের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে! 🔥💚♥️

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon “

চলতি ডুরান্ড কাপে সবুজ মেরুন শিবির খেলতে নামছে ২০ আগস্ট, শনিবার রাজস্থান ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে। হেডকোচ জুয়ান ফেরান্দোর কোচিং’এ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আগে ডুরান্ড কাপে ATK মোহনবাগান ফুটবলারদের পারফরর্মেন্স সহ টোটাল ফুটবল সমর্থকদের আতস কাঁচের তলায় থাকবে।