ISL : ডার্বি ম্যাচ নিয়ে ATK মোহনবাগানের প্রস্তুতিতে তুঙ্গে

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL সেশন মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে ফতোর্দাতে, PJN স্টেডিয়ামে।

Advertisements

চলতি ISL মরসুমের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, ATK মোহনবাগানের কাছে। হাতে আর তিন দিন রয়েছে মহা ডার্বি ম্যাচের ঢাকে কাঠি পড়তে।

তার আগে, বুধবার ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের দিন ATK মোহনবাগান শিবির ডার্বি ম্যাচ জয়ের টার্গেট লক করে নিজেদের অস্ত্রে শান দিতে চুটিয়ে প্র‍্যাকট্রিস সেশনে ঘাম ঝাড়িয়েছে। এদিন ATK মোহনবাগান থেকে প্র‍্যাকট্রিস সেশনের ছবি টুইট পোস্ট করা হয় এবং ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”
আমরা ডার্বির কাছে যাওয়ার সাথে সাথে তীব্রতা বাড়াচ্ছি! ⚡️”

ওডিশা এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র স্কোরলাইন নিয়ে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো মোটেও খুশি নন তা ওই ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে বক্তব্য থেকে পরিষ্কার। হুয়ান ফেরান্দো স্পষ্টতই দলের পারফরম্যান্স নিয়ে চুলচেরা স্বীকারোক্তি, “আমি খুশি নই। কারণ, প্রতি ম্যাচেই আমাদের লক্ষ্য থাকে তিন পয়েন্ট। সবার (সমর্থকদের) অনুভূতি বুঝতে পারছি। আসলে এত দিন ধরে কোয়ারান্টাইনে ঘরবন্দী থেকে দলের ছেলেরা মানসিক ভাবে সবাই ক্লান্ত। অনেক কিছুই আজ আমাদের ঠিক ছিল না।”

Advertisements

চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) মেরিনার্সদের তিন ম্যাচ করোনা সংক্রমণের জেরে স্থগিত হয়। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সবচেয়ে ভুক্তভোগী দলের নাম হল ATK মোহনবাগান।

তবে শত প্রতিকূলতার মাঝেও সবুজ মেরুন ফুটবলারদের ফোকাস অটুট রয়েছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ঘিরে। মহা ডার্বির উত্তাপের আঁচে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ ATK মোহনবাগান টিম।