ইদানিং রিজার্ভ দলের জন্যে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল বেশ কিছু ফুটবলার কে দলে নিয়েছিলো।এদের মধ্যে দুই জন ফুটবলার আছেন যারা এটিকে মোহনবাগানের মূল দলের সাথে প্রাক্টিস করছে।তাহলে কি তারা ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পেতে চলেছে এবার? অথবা তাদের কি আইএসএলের স্কোয়াডে রেজিস্টার্ড করানো হবে।
ওই দুই ফুটবলারদের একজন ভারতের ১৮ বছর বয়সী লেফট মিডফিল্ডের প্লেয়ার টাইসন সিং এবং আরেকজন হলেন ১৮ বছর বয়সী ভারতের রাইটব্যাকের ফুটবলার অমনদীপ সিং।এই দুই ভারতীয় ফুটবলার ভারতের অনূর্ধ ২০ জাতীয় দলের সতীর্থ।অনূর্ধ ২০ এএফসি চ্যাম্পিয়ানশিপে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন।অর্থাৎ একপ্রকার ভবিষ্যতের রত্ন গুলোকে খুঁজে বের করেছেন এটিকে মোহনবাগান।
সিনিয়র দলের সাথে প্রাক্টিসে নামলেও কোনও নির্দিষ্ট জার্সি নম্বর দেওয়া হয়নি এই দুই ফুটবলারকে।যেমনটা সিনিয়র দলের বাকি ফুটবলারদের আছে।তাই এখনই এই দুই ফুটবলারকে মূল স্কোয়াডের সাথে যুক্ত করার কোনও চিন্তা ভাবনা করছেন বলে মনে হয়না এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।তবে চলতি মরশুমে হঠাৎ করে দলের কোনও ফুটবলার যদি চোট পেয়ে বসেন তাহলে হয়তো পরিস্থিতি সামাল দিতে এদের নাম রেজিস্টার্ড করানো হতে পারে।তবে এখনই এমন কিছুই হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।