ATK Mohun Bagan: শিল্ড-লিগে খেলার বিষয় IFA কে চিঠি দিল বাগান

আইএফএ শিল্ড এবং কলকাতা লিগে খেলার ব‍্যাপারে তাদের সিদ্ধান্তের বিষয় জানিয়ে দিল ATK Mohun Bagan, চিঠিতে সবুজ মেরুন শিবিরের তরফে জানানো হয়েছে তাদের কয়েকটা বক্তব্য স্পষ্ট করে নিতে চাইছেন তারা।

atk mohun bagan supporter

আইএফএ শিল্ড এবং কলকাতা লিগে খেলার ব‍্যাপারে তাদের সিদ্ধান্তের বিষয় জানিয়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চিঠিতে সবুজ মেরুন শিবিরের তরফে জানানো হয়েছে তাদের কয়েকটা বক্তব্য স্পষ্ট করে নিতে চাইছেন তারা।

তাদের বক্তব্য শিল্ড এবং ২০২৩-২৪ কলকাতা প্রিমিয়ার লিগের কথা মাথায় রেখে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগানো উচিত আইএফএর।সংশ্লিষ্ট দুই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার না নিয়ে বরং দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করা হোক।এর ফলে রাজ‍্য স্তরের ফুটবলার’রা বেশি পরিমাণে সুযোগ পাবে কলকাতা লিগ এবং শিল্ডের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট গুলোতে। ইতিমধ্যে আইলিগ দ্বিতীয় ডিভিশন কে বিদেশি মুক্ত ফুটবল লিগ হিসেবে ঘোষণা করা হয়েছে। চিঠিতে সেই বিষয়েও প্রশংসা করেছে এটিকে মোহনবাগান।

ঠিক একই ভাবে নিয়ম নির্ধারণ করা উচিত আইএফএ শিল্ড এবং লিগে।ভারতীয় ফুটবলাররা বেশি পরিমাণে খেলার সময় পেলে প্রতিটি পজিশনে বেশি পরিমাণে ফুটবলার পাবে ভারত। বর্তমানে স্ট্রাইকার এবং সেন্টার ব‍্যাকের পজিশনের ফুটবলারদের যে একপ্রকার হাহাকার তৈরী হয়েছে সেই সমস্যা অনেকাংশে মিটবে বলে মনে করে সবুজ মেরূন ব্রিগেড, এই পন্থা অবলম্বন করলে। রাজ‍্য এবং জাতীয় স্তরের লিগ গুলোকে কিভাবে জাতীয় দলের স্বার্থে কাজে লাগানো যায়, সেটা ভেবে দেখতে বলেছেন তারা।প্রয়োজনে এবিষয় বোর্ডের সাথে আলোচনায় বসতে রাজি এটিকে মোহনবাগান।