ATK Mohun Bagan : বিদেশি স্ট্রাইকার না নেওয়ার প্রভাব পড়ছে খেলায়?

অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে হার। লড়াই করলেও এই ফলাফল অনেক ফুটবল প্রেমী আশা করেননি নিশ্চই।…

ATK Mohun Bagan

অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে হার। লড়াই করলেও এই ফলাফল অনেক ফুটবল প্রেমী আশা করেননি নিশ্চই।

এবার এটিকে মোহন বাগান কোনো বিদেশি স্ট্রাইকারকে সই করায়নি। রক্ষণ ও মাঝমাঠের ফুটবলাররা রয়েছে। আক্রমণে কেবল ভারতীয়রা। এদিনের ম্যাচে বাগানের হয়ে দুই ভারতীয় খেলোয়াড় গোল করেছে। কিয়ান নাসিরি এবং আশিক কুরুনিয়ান। প্রত্যাশা মতো উইং বরাবর আক্রমণও করেছে এটিকে মোহন বাগান। তবু হারতে হল।

ATK Mohun Bagan lost the first match

প্রশ্ন উঠছে, একজন অভিজ্ঞ স্ট্রাইকারের অভাব কি টের পেল এটিকে মোহন বাগান? পূর্ণ শক্তির স্কোয়াড এখনও হাতে পাননি কোচ হুয়ান ফেরান্ডো। অ্যাটাকিং মিডফিল্ডার দিমি পেত্রতোস এখনও কলকাতায় আসেননি। তিনি যোগ দিলে হুয়ানের হাত আরও শক্ত হতে পারে। কমতে পারে গোল হাতছাড়া হওয়ার চিন্তা।

<

p style=”text-align: justify;”>এবার বাগানের স্কোয়াড ঘোষণা হওয়ার আগে থেকেই অনেকে বিস্মিত হয়েছিলেন। কারণ দলে নেই কোনো বিদেশি স্ট্রাইকার। যেটা ভারতীয় ক্লাব ফুটবলে বিরল। এটিকে মোহন বাগানের এই সিদ্ধান্ত ক্লিক করলে আগামী দিনে পথ দেখাতে পারে অন্য ক্লাবগুলোকে। না-হলে পরিকল্পনা বদল করতে হতে পারে বলে অনেকে মনে করছেন।