ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ATK মোহনবাগান

মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মেরিনার্স ক্যাম্প (Mohun Bagan)।  টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ নম্বর, ২৯ জানুয়ারি…

ATK Mohun Bagan

মঙ্গলবার চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মেরিনার্স ক্যাম্প (Mohun Bagan)।  টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ নম্বর, ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে ওই প্রেস্টিজিয়ার্স লড়াই।

সামাজিক মাধ্যমে ডার্বি ম্যাচের প্রস্তুতিতে সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা ঘাম ঝড়াচ্ছে তা ইতিমধ্যেই ভাইরাল। ডার্বি ম্যাচ নিয়ে ATK মোহনবাগান টুইট পোস্ট,”পরবর্তী চ্যালেঞ্জে আমাদের দর্শনীয় স্থান নির্ধারণ, ডার্বি💥🔜 “

   

সূত্রে খবর, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেরিনার্সদের প্রথম একাদশে সন্দেশ ঝিঙ্গান ঢুকতে পারে, সঙ্গে হুগো বৌমাস স্কোয়াডে আসতে পারে।
গত রবিবার, ATK মোহনবাগানের কাছে ছিল হতাশার রাত, ওডিশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। কিন্তু হুয়ান ফেরান্দোর ব্রিগেডের ফুটবলারেরা যে দমে যাওয়ার পাত্র নয় সেটা তিরি’র টুইট পোস্টে পরিষ্কার। ওই টুইটে নিজের ছবির ক্যাপসনে মেরিনার্সদের ডিফেন্স লাইনের মেরুদণ্ড তিরি সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করে পোস্ট,”💯👀⚽️ “

Advertisements

শুধু তাইই নয় ওডিশা এফসি ম্যাচের পর তিরির টুইট বার্তাও ফেলনা নয়। ওই টুইট পোস্টে ডিফেন্ডার তিরি’র সোজাসাপ্টা বক্তব্য, “এত সময় খেলার মাঠ থেকে দূরে থাকা এবং সবার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে থাকার পরে পুরো দলের দুর্দান্ত প্রচেষ্টা!🙏🏼 “

হাতে আছে আর মাত্র তিন দিন। চারদিনের মাথায় হাইভোল্টেজ ডার্বি ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের। গত ISL মরসুম এবং চলতি সেশন মিলিয়ে তিনটে ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News