UP Election 2022 : সোনিয়াকে ইস্তফাপত্র পাঠিয়ে কংগ্রেসকে ধাক্কা হেভিওয়েট নেতার

উত্তর প্রদেশে নির্বাচনের (UP Election 2022) আগে আরও এক দলবদল আসন্ন। কংগ্রেস (Congress) থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং। দুপুর ৩…

UP Election 2022

উত্তর প্রদেশে নির্বাচনের (UP Election 2022) আগে আরও এক দলবদল আসন্ন। কংগ্রেস (Congress) থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং। দুপুর ৩ টে নাগাদ বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন তিনি৷

নির্বাচনের আগে সরগরম উত্তর প্রদেশ। ক্ষমতায় আসার জন্য একে অন্যের ঘর ভাঙছে রাজনৈতিক দলগুলো। কংগ্রেসের রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং নবতম সংযোজন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস ছাড়ার কথা। সোনিয়া গান্ধীকে উদ্দেশ্যে করে তিনি বলেছেন, ‘লোকতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সচেষ্ট। যাত্রা পথে নতুন অধ্যায় শুরু করেছি আমি। জয় হিন্দ।’

UP Election 2022

রাজনৈতিক মহলে গুঞ্জন, কিছুক্ষণ পরেই বিজেপিতে নাম লেখাবেন নারায়ণ প্রতাপ। স্বামী প্রসাদ মৌর্যর বিরুদ্ধে টিকিট দেওয়া হতে পারে তাঁকে। কুশিনগরের প্রদ্যুম্ন আসনে দাঁড় করানো হতে পারে কংগ্রেসের প্রাক্তনীকে।

স্বামী প্রসাদ মৌর্য-ও এক দলবদলু। বিজেপি ছেড়ে কিছু দিন আগেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে প্রবেশ করেছিলেন। রাজ্যের তথাকথিত অনগ্রসর শ্রেণীর প্রসিদ্ধ এক নেতা হিসেবে মৌর্যর পরিচিতি রয়েছে৷ তাঁর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া ভারতীয় জনতা পার্টি।

একদিন আগে নারায়ণ প্রতাপ সিং- এর প্রতি আস্থা প্রদর্শন করেছিল কংগ্রেস। উত্তর প্রদেশের তারকা প্রচারকদের তালিকায় রাখা হয়েছিল তাঁর নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলবদলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম।