দল গঠনের কাজে এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) সক্রিয়। জানা গিয়েছে বেঙ্গালুরু এফসির তরুণ উইঙ্গার আশিক কুরুনিয়ানকে নিতে আগ্রহী বাগান ম্যানেজমেন্ট।
ভারতীয় ফুটবলে ধুমকেতুর মতো উত্থান হয়েছিল আশিক কুরুনিয়ানের। যুব কেরিয়ার শুরু হয়েছিল পুনে সিটির হয়ে। খাতায় কলমে ২০১৭ সালে পুনে সিটির সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেছিলেন। তারও আগে স্পেনের ভিলেরিয়েল সি দলে গিয়েছিলেন লোনে। সেখানে অবশ্য কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি। তবে ভারতে অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন কেরালার এই ফুটবলার। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসিতে সই। তিরিশের বেশি ম্যাচ খেলেছেন। করেছেন একাধিক গোল। উইঙ্গ বরাবর খেলতে বেশি পছন্দ করেন। এই আশিককে এটিকে মোহন বাগান দলের নিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
![ATK Mohun Bagan](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/ATK-Mohun-Bagan-1.jpg)
বছর চব্বিশের এই তরুণের উত্থান কাহিনী অনেকের কাছে হতে পারে অনুপ্রেরণার উৎস। আর্থিক দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে তাঁর বাবা। মা বাড়ির কাজ সামলান। তাঁদের পাঁচ সন্তান। আশিক সবার ছোট।
আর্থিক অনটনের কথা বুঝতে পেরে স্কুলের পড়া শেষ করার আগে বাবার সঙ্গে কাজে হাত লাগিয়েছিলেন। আখ বিক্রি করতে তিনি। এক সাক্ষাৎকারে কুরুনিয়ান বাড়ির ছোটো ছেলে বলেছিলেন, ন’টা থেকে ছ’টা খেয়ে আয় হতো প্রায় ৮০ টাকা। এরপরই স্কুল ছেড়ে বাবার কাজে হাত লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আশিক।