জেতা ম্যাচ ড্র করল ATK মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে 

উরুগুয়ের মিডফ্লিডার আদ্রিয়ান লুনার জোড়া গোল কাজে এলো না কেরালা ব্লাস্টার্স এফসি দলের জয়ের পথে। খেলার অতিরিক্ত সময়ে জনি কাউকোর করা গোলে ২-২ স্কোরলাইন রেখে…

উরুগুয়ের মিডফ্লিডার আদ্রিয়ান লুনার জোড়া গোল কাজে এলো না কেরালা ব্লাস্টার্স এফসি দলের জয়ের পথে। খেলার অতিরিক্ত সময়ে জনি কাউকোর করা গোলে ২-২ স্কোরলাইন রেখে মাঠ ছাড়ল ATK মোহনবাগান।

তবে এই স্কোরলাইন অপ্রত্যাশিত নয়।কেননা,ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর আশঙ্কাই সত্যি হল শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে ম্যাচে। শুক্রবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে হুয়ান ফেরান্দো বলেছিলেন, “কেরালা ব্লাস্টার্স আর আমরা একই জায়গায় রয়েছি।ওদের লিগ জেতার ও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্ট। কাল একটা ফাইনাল ম্যাচের মতো।” আর দিনের শেষে স্প্যানিশ কোচ ফেরান্দোর ভবিষৎবাণী মিলে গেল। 

ম্যাচের অতিরিক্ত সময়ে কিয়ান নাসিরি এবং সন্দেশ ঝিঙ্গান গোলের সুযোগ পেয়েছিল,কাজে লাগাতে পারে নি। নাসিরি আর সন্দেশের বল কেরালার জালে জড়ালে ATK মোহনবাগান জিতে যেত। কিন্তু তা হয়নি। ম্যাচের ৭ এবং ৬৪ মিনিটে কেরালার হয়ে জোড়া গোল উরুগুয়ের মিডফ্লিডার আদ্রিয়ান লুনার।অবশ্য প্রথম গোল খাওয়ার পর ATK মোহনবাগান বাউন্সব্যাক করে, প্রথম গোল ৭ মিনিটের মাথায় হজম করে পরের মিনিটে (৮) ডেভিড উইলিয়ামস কেরালা ব্লাস্টার্সের জালে বল জড়িয়ে দিতেই স্কোরলাইন ১-১ গোলের সমতায় ফিরে আসে। 

রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনায় ভরা শনিবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) খেলায় ফুটবলের যাবতীয় নাটকীয় পট পরিবর্তনের রসদ ছিল মজুত। (বিস্তারিত আসছে)।

৭ মিনিটে বিশ্বমানের ফ্রি-কিক থেকে কেরালার হয়ে প্রথম গোল লুনা’র। তবে হেডকোচ ইভান ভুকোমানোভিচের দলের গোলের লিড স্থায়ী হয়নি। ৮ মিনিটে, ATK মোহনবাগানকে গোলের সমতায় ফেরাত ডেভিড উইলিয়ামস। গোলের লিড বাড়ানোর তাগিদে দু’দলই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রথমার্ধে স্কোরলাইন ১-১ গোলেই শেষ হয়। 

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। খেলার বয়স ৬৪ মিনিট, এমন সময় ATK. মোহনবাগানের জালে বল জড়িয়ে দেয় উরুগুয়ের মিডিও তথা কেরালা ব্লাস্টার্স এফসি অধিনায়ক আদ্রিয়ান লুনা। কেরালা ২-১ গোলে এগিয়ে যায়।

খেলার নির্ধারিত ৯০ মিনিটে গোলের সমতায় ফিরে আসতে পারেনি হুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের অতিরিক্ত সময়ে রয় কৃষ্ণ এবং কিয়ান নাসিরিকে নামায় হুয়ান ফেরান্দো। নাসিরি আর সন্দেশ ঝিঙ্গান গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে বসে। শেষমেশ সবুজ মেরুন শিবিরের ত্রাতার ভূমিকাতে জনি কাউকো’র করা গোলে জেতা ম্যাচ ড্র করে ATK মোহনবাগান,কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। 

অন্যদিকে, ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এফসি জেতা ম্যাচ শেষ মুহুর্তে ফুটবলারদের ক্ষণিকের মনোসংযোগের চিড় ধরার কারণে জেতা ম্যাচ ড্র করে বসে মেরিনার্সদের বিপক্ষে। রেফারির শেষ বাশি বাজার সাথেই মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের(ISL)পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টপার ATK মোহনবাগান।