ATK Mohun Bagan: ম্যাচে নামার আগে বাগানে খারাপ খবর

Juan Ferrando

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচের নামার আগে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) জন্য খারাপ খবর। বৃহস্পতিবার কড়া বার্তা দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নিয়ম রক্ষা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। 

Advertisements

সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) বিতর্কিত মন্তব্যকে ভালো ভাবে নেয়নি সর্বভারতীয় ফুটবল সংস্থার নিয়ম রক্ষা কমিটি। স্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে সন্দেশকে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরে। উঠেছিল বিতর্কের ঝড়। পরে ক্ষমা চেয়েছিলেন বাগানের এই ডিফেন্ডার। আশঙ্কা ছিল বড় কোনও শাস্তি দেওয়া হতে পারে তাঁকে। কমিটির তরফে সতর্ক করে দেওয়া হয়েছেসন্দেশ ঝিঙ্গানকে। সঙ্গে এ-ও বলা হয়েছে, ভবিষ্যতে একই ভুল করলে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। 

এদিন চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে এটিকে মোহন বাগানের। জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইছে না সবুজ মেরুন শিবির। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে বাগান। 

Advertisements

ATK Mohun Bagan

প্রথম লেগের ম্যাচে ড্র করেছিল এটিকে মোহন বাগান। ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। সেমিফাইনালে জায়গা পাকা করা ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে হুয়ান ফেরান্দদের কাছে। পর্বের শেষ ম্যাচে জামশেদপুরকে দু’গোলের ব্যবধানে হারাতে পারলে এক নম্বরে চলে যেতে পারে সবুজ মেরুন ব্রিগেড।