ATK Mohun Bagan: রয় কৃষ্ণর চোট নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন হুয়ান ফেরান্দো

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের আগে বুধবার ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণ সহ…

roy krishna

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের আগে বুধবার ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণ সহ দলের অন্যান্য খেলোয়াড়দের ইনজুরি ইস্যুতে আপডেট দিয়েছেন।

কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণকে ১৫ মিনিটের জন্য খেলতে দেখা গিয়েছিল।ওড়িশা এফসির বিরুদ্ধে রয় কৃষ্ণর খেলার সম্ভাবনা কতদূর তা নিয়ে

বুধবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে হুয়ান ফেরান্দো জানান,”চোটটা আসলে খুব গুরুতর ছিল। ওকে এখন প্রথমে ২০ মিনিট, তার পরে ধাপে ধাপে ৪৫, ৬০ মিনিট খেলানোর পরে ৯০ মিনিট খেলার জায়গায় আনতে হবে। এটাই খেলোয়াড়দের সুস্থ করে তোলার প্রক্রিয়া। দেখা যাক মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে, পরিকল্পনায় অনেক পরিবর্তন আনতে হয়। তবে আমার কাছে রয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উইলিয়ামস, কার্লও। আশা করি ক্রমশ ওদের পারফরম্যান্স ভাল হবে।”

অন্যদিকে, লিস্টন কোলাসো নিয়ে হুয়ান ফেরান্দোর জবাব,”না শারীরিক সমস্যা নয়। আসলে যখন তিন সপ্তাহে ৬-৭টা ম্যাচ খেলতে হয়, তখন ক্লান্তি আসেই। সব ক্লাবেরই একই সমস্যা। লিস্টন একশো শতাংশ দিতে তৈরি নয়। সুসাইরাজকে খেলানোর চেষ্টা চলছে। কিন্তু ওকেও বিভিন্ন চোট সারানোর প্রক্রিয়া পেরিয়ে আসতে হয়েছে। এই পজিশনে লিস্টন ও সুসাইকেই খেলানো যেতে পারে। সুসাইয়ের অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। লিস্টন ক্লান্ত হলে ওকে সুযোগ দেওয়া যেতে পারে। অনুশীলনে যদি দেখি সুসাই ভাল খেলছে, তা হলে ওকে নামাতে পারি। কেউ টানা খেলে গেলে মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।”

ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর বুধবারের প্রি ম্যাচ প্রেস মিট থেকে পরিষ্কার ইঙ্গিত দিয়ে রেখেছেন যে,’দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে ‘তুরুপের তাস’কে সহজে হাইলাইট হতে দেবেন না। খেলোয়াড়দের ওপর যাতে বাড়তি চাপ এসে না পড়ে, যাতে নিজেদের স্বাভাবিক খেলাটা দিতে পারে প্রতিপক্ষের বিরুদ্ধে, তাই কৌশলী জবাবে ধুরন্ধর সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো ওড়িশা বধের ‘নীল নকশা’ নিয়ে ধোঁয়াশার ঘনঘটাকে আরও বেশি করে ঘনীভূত করে রাখলেন।