আরও একজন ফুটবলারকে বিদায় জানাল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। রবিবার বিকালে বিদ্যানন্দ সিংকে রিলিজ করার কথা পাকাপাকি ভাবে জানিয়েছে সবুজ মেরুন শিবির। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে এই খবর।
মণিপুরের উদীয়মান এই ফুটবলার অনেক আগেই ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। কিন্তু সেই অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বলা ভালো সুযোগ পাননি। এটিকে মোহন বাগানে তারকার ছড়াছড়ি। উঠতি খেলোয়াড়রাও রয়েছেন। কিন্তু বিদ্যানন্দ কার্যত মাঠের বাইরে কাটিয়েছেন বিগত কয়েক মরশুম।
বিদ্যানন্দর যুব কেরিয়ার বেশ চোখে পড়ার মতো। সাই থেকে উঠে এসেছিলেন এক সময়। পরে ছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার এলিট অ্যাকাডেমিতে। সেখান থেকে গিয়েছিলেন ২০১৭-১৮ তে ছিলেন বেঙ্গালুরুর যুব দলে।
ভারতের বয়স ভিত্তিক জাতীয় দলেও ছিলেন তিনি। সেখানেও খুব বেশি সুযোগ পাননি। সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন এটিকে হাত ধরে। পরে বেঙ্গালুরুর বি দলে। ২০১৯-২১ মরশুমে ছিলেন মুম্বই সিটি ফুটবল ক্লাবে। এরপর ফের এসেছিলেন কলকাতার ক্লাবে।