Sunday, December 7, 2025
HomeSports NewsISL : নিজামর্স'দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ফেরান্দোর কাছে

ISL : নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ফেরান্দোর কাছে

- Advertisement -

আগামী মঙ্গলবার ATK মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে,বাম্বোলিমে। তার আগে সোমবার সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে স্পষ্ট বুঝিয়ে দিলেন,হায়দরাবাদ এফসি গোটা দলটা একইসঙ্গে খেলে।তাই বিপক্ষের টোটাল ‘সারপ্রাইজ অ্যার্টাক’ মুভমেন্ট আটকাতে না পারলে কোনও লাভ নেই।

মানুয়েল মার্কেজের হায়দরাবাদ দলের শক্তি প্রসঙ্গে সবুজ মেরুন হেডস্যার হুয়ান ফেরান্দোর জবাব,”বিপক্ষ টিম গেম নির্ভর ফুটবল খেলে।ওদের দর্শন, পরিকল্পনা সবই একই রকম। ওরা যা করে একসঙ্গেই করে। তার ওপর ওগবেচের মতো ফরোয়ার্ড আছে ওদের দলে, যে এখন আগুনে ফর্মে আছে। প্রায় প্রতি ম্যাচেই গোল করছে ও। একজন ২০-২৫ বছরের ছেলের মতো খেলছে। হুয়ানানকে নিয়ে গড়া ওদের রক্ষণ বেশ শক্তিশালী। মাঝমাঠে জোয়াও ভিক্টর যে রকম সাহায্য করে দলকে, তেমনই আকাশ মিশ্র ফুল ব্যাকের মতো খেলে। এডু গার্সিয়া ফাঁকা জায়গা পেলেই তা কাজে লাগানোর চেষ্টা করে। ওদের অনেক কিছুই আছে যা ওদের ভাল ফুটবল খেলতে সাহায্য করে।”

   

চলতি টুর্নামেন্টে ওগবেচের বল পায়ে ফর্ম বিপক্ষ দলের ডিফেন্স লাইনের কাছে ত্রাস হয়ে উঠেছে।দুরন্ত ফর্মে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড ওগবেচেকে নিয়ে ফেরান্দোর কথায়,” আলাদা করে, ওঁকে (ওগবেচে) থামানোর কোনও উপায় আমার কাছে নেই।” এখানেই থেমে না থেকে প্রীতম কোটালদের হেডস্যার বলেন,” শুধু ওগবেচেকে নিয়ে পরিকল্পনা করে তো লাভ নেই। ওদের দলে অনেক ভাল ভাল খেলোয়াড় রয়েছে, যাদের আটকানোর কথাও ভাবতে হবে আমাদের। ওগবেচে তারকা ঠিকই। কিন্তু তার পিছনে ওর গোটা দলটাই আছে।”

নিজামর্সদের আক্রমণের মুখে কিভাবে ঘর সামলাবে এই প্রশ্নের জবাবে আক্রমণাত্মক ভঙ্গিতে মোহনবাগান টিমের ‘বস’ হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া, “আমার মনে হয় আক্রমণই রক্ষণের সবচেয়ে ভাল উপায়। তবে আমরা যদি আক্রমণে ভাল উঠি, তা হলে আমাদের রক্ষণকেও শক্তপোক্ত থাকতে হবে।”

লিগ টেবিলে মেরিনার্সরা এখন ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ISL টেবিলে ষষ্ঠ স্থানে।অন্যদিকে, হায়দরাবাদ এফসি ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল হারিয়ে দুরন্ত ছন্দে থাকা ATK মোহনবাগান হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। যদিও এই ড্র প্রসঙ্গে সবুজ মেরুন হেডস্যার হুয়ান ফেরান্দো খেলোয়াড়দের ঢাল হয়ে দাঁড়ান এবং খেলা শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,”আমাদের দলে রয়ের চোট আছে। উইলিয়ামসকে মাঝপথে চোটের জন্য তুলে নিতে হল। কিয়ানেরও চোট হয়েছে। কাউকো ১৫ দিন পরে মাঠে নামল। এই রকম একটা কঠিন সময়েও দল যখন বিপক্ষকে চাপে রাখতে পারছে, আক্রমণ তৈরি করছে, প্রচুর গোলের সুযোগ পাচ্ছে, তখন আমার খুশি হওয়ারই কথা। কিন্তু অন্য দলগুলোর মতো আমাদেরও নানা সমস্যা সত্ত্বেও মাঠে দল নামাতে হচ্ছে। এই অবস্থায় ছেলেদের পাশে দাঁড়াতেই হবে।”

মঙ্গলবার ATK মোহনবাগান যে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে বাম্বোলিমে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে খেলতে নামবে এবং লিগ টপার হওয়াটাই ‘পাখির চোখ’ তা পরিষ্কার করে দিয়েছেন হুয়ান ফেরান্দো। এই ইস্যুতে মেরিনার্স ক্যাম্পের হেডস্যার বলেন,”লিগ টপার হওয়াটাই আমাদের লক্ষ্য।”এরই সঙ্গে হুয়ান ফেরান্দো বলতে থাকেন,” প্রতি ম্যাচে তিন পয়েন্টের জন্য নামছি আমরা। পরের দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। পরের দুটো ম্যাচে জিততে পারলে আমরা লিগ টেবলের শীর্ষে পৌঁছে যাব। তবে বেশি দূর ভাবলে আমাদের ওপর চাপ বাড়তে পারে। তার চেয়ে বরঞ্চ পরের ম্যাচ নিয়েই বেশি ভাবা যাক এবং তার পরে প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে।”

ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানের শেষ সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে দলের হেডকোচের ভিশন,” শেষ ৬ টা ম্যাচে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেই খেলতে হবে আমাদের। তবে এখন বিপক্ষদের নিয়ে বেশি ভেবে লাভ নেই। নিজেদের নিয়েই বেশি ভাবতে হবে, নিজেদের ওপরই ফোকাস করতে হবে বেশি করে। ” 

সব মিলিয়ে টুর্নামেন্টের এখন তিন ভাগের দুই ভাগ অংশে বল গড়িয়ে গিয়েছে। পিছনে ফিরে না তাকিয়ে আগামী ‘টার্গেট লক’ করে ফেলেছেন হুয়ান ফেরান্দো। 

নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জিং তা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে স্বীকারোক্তি সঙ্গে নিজের ভিশন নিয়ে ‘খুলাসা’ মাঠে বল পায়ে সবুজ মেরুন জার্সি পড়ে ফুটবলারেরা কতটা প্রয়োগ করে কার্যকর করতে পারে ওই দিকেই হুয়ান ফেরান্দোর সমস্ত ছকের ভবিষ্যৎ নির্ভর করছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular