এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ট্রায়ালে এসেছিলেন। কিন্তু তাঁর খেলা মনে ধরেনি দলের। বাতিল করে দেওয়া তাঁকে। চলতি আই লিগে ফাল্গুনী সিং একের পর এক ম্যাচে উজাড় করে দিচ্ছেন নিজেকে।
আই লিগের টিম শ্রীনিডি ডেকানের হয়ে খেলছেন কনসম ফাল্গুনী সিং। ব্যক্তিগত পারফরম্যান্সের জোরে আগে উঠে এসেছিলেন ফুটবল মানচিত্রে। সম্প্রতি ভারতের এই উঠতি মিডফিল্ডার যেন ফুল ফোটাচ্ছেন তাঁর বর্তমান ক্লাবের হয়ে। খেলেছেন নয়টি ম্যাচ। একটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন।
মরশুম শুরু হওয়ার আগে একাধিক ক্লাবের নজরে ছিলেন ফাল্গুনী। ২০২০-২১ মরশুমে উঠে এসেছিলেন অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। এটিকে মোহন বাগানের ট্রায়ালে এসেছিলেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছিল। পছন্দ হয়নি তাঁর খেলা। এরপর সই করেছিলেন ডেকানে। নিজে গোল না করলেও ইতিমধ্যে লিগের তিনটি ম্যাচে পেয়েছেন সেরা ফুটবলারের পুরস্কার।