জমাটি রবিবার। সকাল থেকে বৃষ্টি। দুপুরে গরম গরম খাবার। সন্ধ্যা বেলায় মোহনবাগান (atk mohun bagan) মাঠে খেলা।
কলকাতায় রয়েছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। নতুন মরসুম শুরু হওয়ার আগে তিলোত্তমাতে প্রাক মরসুম প্রস্তুতি সারছে ইন্ডিয়ান সুপার লিগের এই চ্যাম্পিয়ন দল। আজ এটিকে মোহন বাগানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। সন্ধ্যা ৬ টায় মোহনবাগান মাঠে খেলা। গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন ক্লাবের সদস্যরা।
প্রস্তুতি ম্যাচের আগে জমিয়ে অনুশীলন করছে এটিকে মোহন বাগান। অনুশীলনের কিছু মুহূর্তের ভিডিও ইতিমধ্যে পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। পোস্ট করা হয়েছে প্র্যাক্টিসের ভিডিও। সেখানে নিজেদের মধ্যে খোশ মেজাজেই দেখা গিয়েছে স্কোয়াডের খেলোয়াড়দের। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছেন হাসি মুখে।
দুই দলই শেষ প্রস্তুতি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল। এটিকে মোহন বাগান জিতেছিল, হেরেছিল চেন্নাইয়িন। ম্যাচের ফল যাই হোক না কেন, দুই দলকেই কড়া টক্কর দিয়েছিল মহামেডান। দক্ষিণ ভারতীয় এই দলে এবার একাধিক বাঙালি ফুটবলার। প্রস্তুতি ম্যাচে খেলছেন সজল বাগ, মনোতোষ চাকলাদাররা। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে চেন্নাইয়ের দলটি কাদের মাঠে নামায় সে’দিকে ফুটবল প্রেমীদের চোখ থাকবে। অন্য দিকে বাগান কোচ চাইবেন আরও জমাটি ফুটবল। গত প্রস্তুতি ম্যাচে জনি কাউকো দলের ত্রাতা হয়ে উঠেছিলেন।