ATK Mohun Bagan : প্রীতমের পর দলবদলের বাজার গরম করছে বাগানের আরও এক বাঙালি ফুটবলার

নতুন মরশুমের আগে আলোচনায় ট্রান্সফার মার্কেট বা দলবদলের বাজার। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) আরও এক বাঙালি ফুটবলারের দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক…

ATK Mohun Bagan : প্রীতমের পর দলবদলের বাজার গরম করছে বাগানের আরও এক বাঙালি ফুটবলার

নতুন মরশুমের আগে আলোচনায় ট্রান্সফার মার্কেট বা দলবদলের বাজার। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) আরও এক বাঙালি ফুটবলারের দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। যার মধ্যে এগিয়ে বেঙ্গালুরু ফুটবল ক্লাব।

শোনা যাচ্ছে দলবদলের বাজার গরম করছেন প্রবীর দাস (Prabir Das)। ভারতীয় ফুটবল সার্কিটের অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বেঙ্গালুরুর দলটি। এছাড়াও লিগের আরও একাধিক দল প্রবীরকে দলে পেতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।

কিছু দিন আগেই দলবদলের আলোচনায় প্রবেশ করেছিল প্রীতম কোটালের নাম। তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব, কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহন বাগানও তাঁকে ধরতে রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে শোনা গিয়েছে ফুটবল মহলে।

Advertisements

এরই মধ্যে প্রবীর দাসের এই খবর যোগ করেছে নতুন মাত্রা। নতুন মরশুম শুরু করার আগে সবুজ মেরুন ব্রিগেড নিজেদের দলকে কতোটা ধরে রাখতে পারবে এখন সেটাই দেখার।