ATK Mohun Bagan: ডার্বিতে এই বিষয়ে এগিয়ে থাকবে বাগান

ডুরান্ড কাপে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। একটি হার, অপরটিতে ড্র। জয় এখনও অধরা। এরপর ডার্বি। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বহু…

Kolkata Derby

ডুরান্ড কাপে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। একটি হার, অপরটিতে ড্র। জয় এখনও অধরা। এরপর ডার্বি। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচ।

Advertisements

আরও পড়ুন: Emami East Bengal : ডার্বির আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর

Advertisements

এটিকে মোহন বাগানের স্কোয়াডে তারকার ছড়াছড়ি। তাও গত দুই ম্যাচে অধরা জয়। বিষয়টা নিয়ে নিশ্চই ভাবছেন কোচ হুয়ান ফেরান্ডো। দল একাধিকবার গোল করার মতো জায়গায় গিয়েছিল। কিন্তু প্রত্যাশা মতো গোল আসেনি। তার কারণ হিসেবে ফুটবল বিশেষজ্ঞরা দুটি দিক উল্লেখ করেছে। এক, গোল করার মতো লোকের অভাব। দুই, গোলের সুযোগকে কাজে লাগাতে পারেননি বাগান ফুটবলাররা।

আরও পড়ুন: Emami East Bengal FC: লাল-হলুদ ব্রিগেডে সই করল দুই ফুটবলার

এটিকে মোহন বাগানের দলে এবার কোনো বিদেশি স্ট্রাইকার বা ফরোয়ার্ড নেই। একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নেওয়া হয়েছে। সেই দিমি পেত্রাতস দলের সঙ্গে এখনও যোগ দেননি।

আরও পড়ুন: BJP: একা বিজেপিতে হবে না বুঝে নবান্ন অভিযানে সবাইকে ডাকলেন দিলীপ ঘোষ

জয় না পেলেও এটিকে মোহন বাগানের জন্য একটা অন্তত স্বস্তির বিষয় রয়েছে। ফুটবলাররা যেমন গোল হাতছাড়া করেছেন, তেমনই গোল করছেন। পরাজয় কিংবা ড্র হয়েছে ঠিকই, তবে সেটা গোল করে। এবং গোলদাতারা ভারতীয় – কিয়ান নাসিরি, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো।
আরও পড়ুন:
হুয়ানের দলে গোল করার মতো একাধিক ফুটবলার রয়েছেন। কিয়ান, আশিক, লিস্টন ছাড়াও মনভীর, হুগো বুমোস, জনি কাউকোরা অতীতে একাধিক গোল করেছেন। বাগানের খেলা আরও দানা বাঁধলে গোল হাতছাড়া করার অসুখ অনেকটা কমবে বলে আশা করা যেতে পারে।