BJP: একা বিজেপিতে হবে না বুঝে নবান্ন অভিযানে সবাইকে ডাকলেন দিলীপ ঘোষ

শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বহুনেতা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত৷ এই অভিযোগ সামনে আসার পরেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় তুলেছে বিরোধীরা। ইডি, সিবিআইয়ের প্রত্যেক দিনের অভিযানে…

শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বহুনেতা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত৷ এই অভিযোগ সামনে আসার পরেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় তুলেছে বিরোধীরা। ইডি, সিবিআইয়ের প্রত্যেক দিনের অভিযানে কেউ না কেউ গ্রেফতার হচ্ছে৷ পরিস্থিতি বুঝে নবান্ন অভিযানে নামছে বিরোধী দল (BJP) বিজেপি। দলেই অভিযোগ, অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিজেপির মধ্যে নবান্ন অভিযানের কোনও সমন্বয় নেই। এই অবস্থায় সবাইকে পাশে আসার আহ্বান দলটির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

বৃ্হস্পতিবার সকালে দিলীপ ঘোষ বলেন, যদি নরেন্দ্র মোদীকে হটাবার জন্য ডান-বাম, সাদা কালো নীল এক হতে পারে, বাংলার স্বার্থে , বাংলার ভবিষ্যতের স্বার্থে আমার সভাপতি যদি আহ্বান করে থাকেন, যারা বাংলার ভবিষ্যৎ ও গণতন্ত্র নিয়ে ভাবছেন, তাহলে আসা উচিত।

   

দিলীপের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার জন্য আপনি আপনার ঝান্ডা রাখুন, আপনার এজেন্ডা রাখুন, নির্বাচনে আপনি আপনার বক্তব্য রাখুন কিন্তু আজ বাংলা যে সংকটে পড়েছে সেখান থেকে এক হওয়ার দরকার আছে। নাহলে এই যে ব্যাপক দুর্নীতি, এর অনেকদূর শেকড় গজিয়ে গেছে তাকে উপরে ফেলা সম্ভব নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্টেট ডিজাস্টার এটা।

শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু বিজেপির অন্দরেই যে ফাটল ধরেছে, তার পর কী দিলীপ ঘোষকে এই মিছিলে দেখা যাবে প্রশ্নের উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, আমি একজন সাধারণ কর্মী। দল জানালেন অবশ্যই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি৷