ATK Mohun Bagan: নেক্সটজেন কাপের দ্বিতীয় ম্যাচে হার সবুজ-মেরুনের

ATK Mohun Bagan

লড়াই করে হার। আজ নেক্সটজেন কাপের দ্বিতীয় ম্যাচে স্টেলেনবোশ এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (ATK Mohun Bagan) দল। প্রবল আত্মবিশ্বাসের সাথে সেই ম্যাচ শুরু করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল কিয়ানদের। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে শেষ হল আজকের ম্যাচ। প্রতিপক্ষের হয়ে গোল করেন যথাক্রমে রয়কিন আভন্টুর ও কাইল।

Advertisements

বলাবাহুল্য, প্রথমার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল এটিকে মোহনবাগান। মাঝমাঠ থেকে উঠে এসে একাধিকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে কলকাতার এই প্রধান। তবে প্রত্যেকবারই প্রতিপক্ষের আক্রমণের সামনে ব্যর্থ হতে হয় তাদের কে। সেই সুযোগ কে কাজে লাগিয়েই প্রথম গোল তুলে নেয় স্টেলেনবোস। যারফলে, প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল।

Advertisements

দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করতে রীতিমতো চাপ বাড়াতে থাকে সুহেলরা। তবে প্রতিপক্ষের আটোসাটো রক্ষণের সামনে ভোতা হয়ে যেতে থাকে বাগানের আক্রমণ। তাছাড়া একাধিকবার গোলের সহজ সুযোগ এলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ থাকে সবুজ-মেরুন। তবে সেই সুযোগ কে কাজে লাগিয়েই দলের হয়ে দ্বিতীয় গোল করে বসেন রয়কিন। যারফলে, নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় স্টেলেনবোশ ফুটবল ক্লাব।