Friday, December 1, 2023
HomeEntertainmentEshita Surana: মাত্র ৩৯ বয়সে প্রয়াত বাংলার ‘একতা কাপুর’ ঈশিতা সুরানা

Eshita Surana: মাত্র ৩৯ বয়সে প্রয়াত বাংলার ‘একতা কাপুর’ ঈশিতা সুরানা

মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হলেন আকাশ আট চ্যানেলের ডিরেক্টর ঈশিতা সুরানা (eshita Surana)।  জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যাবেলায় হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঈশিতা সুরানার। দ্রুত তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তাঁর অকাল প্রয়াণে বাংলার বিনোদন-টেলিভশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

   

আকাশ আট-এর ‘সাহিত্যের সেরা সময়’ শো এর জন্য জনপ্রিয়তা লাভ করেন ঈশিতা সুরানা। এই সাফল্যের পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বাবা অশোক সুরানার মৃত্যুর পর আকাশ আট-এর দায়িত্ব নান তিনি। ঈশিতা সুরানা আকাশ আটের ক্রিয়েটিভ হেডও ছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা টেলিভিশন জগতে জায়গা করে নিয়েছিলেন।

শোকের ছায়া বাংলার টেলিভশন জগতে। সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ফেসবুকে শোকবার্তা দিয়ে লেখেন, “ম্যাম ভাবতেই পারছি না এই পোস্ট কোনওদিন করতে হবে। আকাশ আট আমাকে অনেক কিছু দিয়েছে। অশোক স্যার, আপনি , প্রিয়াঙ্কা ম্যাম, অনেক কিছু দিয়েছেন আমায় আপনারা। অশোক স্যার চলে যাওয়ার পরে অনেক দিন বড্ড মন খারাপ নিয়ে কাটিয়েছিলাম। কাল রাত থেকে ঘুমোতে পারিনি, আমরা বুঝিনা যে জীবন ভীষণ ঠুনকো। তাই বেঁচে থাকতে থাকতে ভালো কাজ করে যাওয়াটাই আসল কাজ। আপনি সেটা করে দেখিয়েছেন। ভালো থাকুন পরপারে।”

আকাশ আট বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমাদের আকাশের সবচেয়ে ঊজ্জ্বল তারা চলে গেলেন না ফেরার দেশে। আপনার আকাশ আট পরিবার আপনার সঙ্গেই থাকবে।”

Latest News