ATK Mohun Bagan : হাবাসের সঙ্গে হুয়ানের পার্থক্য এই বিষয়গুলোতে, সুবিধা পাচ্ছেন ফুটবলাররা

ATK Mohun Bagan : ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল কোচ লোপেজ হাবাস (Lopez Habas)। তাঁর জুতোয় পা গলানো মোটেও সহজ কাজ নয়। আপাতত হাবাসের উত্তরসূরি…

ATK Mohun Bagan : ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল কোচ লোপেজ হাবাস (Lopez Habas)। তাঁর জুতোয় পা গলানো মোটেও সহজ কাজ নয়। আপাতত হাবাসের উত্তরসূরি হুয়ান ফেরান্ডো (Juan Fernando)। শিল্ড, ইন্ডিয়ান সুপার লিগ খেতাব হাতছাড়া হলেও হুয়ানের কোচিংয়ের ধরণ অনেকের মনে ধরেছে।

লোপেজ হাবাস মূলত রক্ষণে জোর দিয়ে দলকে খেলাতে ভালবাসতেন। এক গোলের লিড নিয়ে জয় কিংবা একাধিক ম্যাচে ড্র, এটিকে – এটিকে মোহন বাগানে হাবাসের কোচিং স্টাইলে বারবার এ বিষয় চোখে পড়েছে।

   

হুয়ান ফেরান্ডোর ফুটবল দর্শন কিছুটা হলেও আলাদা। দুই কোচ স্প্যানিশ হয়েও খেলানোর পরিকল্পনায় পার্থক্য অনেক। ফেরান্ডো খুব বেশি রক্ষণশীল মানসিকতা নিয়ে মাঠে দল নামান না – নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরি করা, প্রতি আক্রমণ । এর ফলে একাধিক ফুটবলারের সুবিধা হচ্ছে।

খেলোয়াড়দের মাঠের মধ্যে দৌড়ানোর অনেক বেশি জায়গা দিচ্ছেন হুয়ান। যার অন্যতম উদাহরণ ডেভিড উইলিয়ামস। হাবাসের সময়ে অস্ট্রেলিয়ান তারকা প্রায় হারিয়েই গিয়েছিলেন। তাঁকে তুলে এনেছেন হুয়ান। অল্প হলেও ম্যাচ টাইম দিয়ে খেলিয়েছেন তাঁকে। অবশেষে আবাহনীর বিরুদ্ধে উইলিয়ামসের হ্যাটট্রিক।

অতির্মারি এবং জৈব বলয়ের কারণে সমস্যা হচ্ছিল বলে বহুবার জানিয়েছিলেন এটিকে মোহন বাগানের বর্তমান কোচ। ম্যাচের সূচি, অনুশীলন ইত্যাদি বিষয়েও কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল দল। সর্বোপরি চোট আঘাত জনিত সমস্যা। ইন্ডিয়ান সুপার লিগে বেশিরভাগ ম্যাচেই পূর্ণ শক্তির হাতে পাননি তিনি। এএফসি কাপ অভিযানে নামার আগে ফুটবলারদের পর্যাপ্ত সময় নিয়ে নতুন করে উজ্জ্বীবিত করতে পেরেছেন বাগান কোচ।