ATK Mohun Bagan: পরের ম‍্যাচে খেলতে নামার আগে মারাত্মক সমস্যায় মোহনবাগান

পরবর্তী ম‍্যাচে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে বেশ কিছু ফুটবলার চোটের কারণে খেলতে নাও পারেন৷ চোটের কারণে তাদের খেলার সম্ভাবনা নেই পরবর্তী ম‍্যাচে এমনটাই বলাই চলে।

ATK Mohun Bagan draw against Mumbai City FC

পরবর্তী ম‍্যাচে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে বেশ কিছু ফুটবলার চোটের কারণে খেলতে নাও পারেন৷ চোটের কারণে তাদের খেলার সম্ভাবনা নেই পরবর্তী ম‍্যাচে এমনটাই বলাই চলে। এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এটিকে মোহনবাগানের।

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদের অনুশীলনে ট্রায়াল দিতে এলেন বিদেশি ফুটবলার

জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলতে নামার আগে এটিকে মোহনবাগানের তরফে জানা গেছিলো হুগো বুমোস এই ম‍্যাচে খেলবেন না। চোটের কারণে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলতে পারেননি তিনি। পরবর্তী ম‍্যাচেও খেলতে পারবেন না।

Advertisements

আরও পড়ুন: Women’s T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়া প্রতিশোধ নেওয়ার সুযোগ

পরবর্তী ম‍্যাচের জন্যেও বুমোস খেলবেন কিনা, সেটাও এখনও স্পষ্ট নয়। বুমোসের চোট তো ছিলোই, কিন্তু শুভাশীষ বোসের চোট লেগেছিলো এই ম‍্যাচে। এর আগে শুভাশীষ তিনটে হলুদ কার্ড দেখেছে শুভাশীষ। ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচ অনুযায়ী টানা চার ম‍্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম‍্যাচ লালকার্ড দেখতে হয়। কার্ল ম‍্যাঘেউ চোট পাওয়ায় এখন পরবর্তী অবস্থা কি হয় এখন সেটাই দেখার।