দল বদলের বাজারে জোর আলোড়ন। এসসি ইস্টবেঙ্গল থেকে একজন ফুটবলারকে সই করিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)! খবর সূত্রের৷
রবিবার রাতের খবর, লাল হলুদ নাকি থেকে এক ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির। মনে করা হচ্ছে একজন ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে বাগান। তবে দলবদলের তালিকায় এই ফুটবলারকে কে, সে ব্যাপারে বিষদে কিছু জানা যায়নি।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ জার্সি গায়ে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছিলেন হীরা মণ্ডল। তাঁর কাছে একাধিক ক্লাবের অফার রয়েছে এমনটা শোনা গিয়েছিল। হীরা আগামী দিনে ইস্টবেঙ্গলে থাকবেন কি না সে ব্যাপারে সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছেই। তার মধ্যে হঠাৎ ভেসে এল দলবদলের এই সংবাদ। যদিও হীরা মন্ডল দল বদল করেননি বলেই আপাতত মনে করা হচ্ছে। খবর সূত্রের।