প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার৷ দ্বিতীয় ম্যাচে ড্র মুম্বই সিটির সাথে ড্র। তাই ডুরান্ডের শেষ আটে যেতে হলে ইস্টবেঙ্গল’কে ডার্বি’তে হারাতে হবে মোহনবাগানকে (ATK Mohun Bagan)।
দুটো আইএসএলেই ডার্বিতে সবুজ মেরুন ব্রিগেডের সামনে মুখ থুবড়ে পরেছিল ইস্টবেঙ্গল। তাই ডার্বি ম্যাচ নিয়ে বাড়তি চাপ নেই মোহনবাগানের। প্রতিপক্ষ’কে সমীহ করলেও ম্যাচের ফলাফল সম্পর্কে বুমোসরা বিশেষ কোনও চিন্তা ভাবনা করছেনা।
শেষ দুই ম্যাচে অফুরন্ত গোল করার সুযোগ নষ্ট করেছে দলের ফুটবলার’রা। পাশাপাশি রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছিল।তাই ক্লোজড ডোর প্রাক্টিসে ছোট গোলপোস্ট বানিয়ে পাসিং ফুটবলের উপর জোর দিয়েছেন ফেরান্দো।
ডার্বি ম্যাচের আগে মোহনবাগান কোচের স্বস্তি সুস্থ হয়ে উঠেছেন ব্রেন্ডন হামিল। ডার্বি’তে তাকে পরিবর্ত ফুটবলার হিসেবে ব্যবহার করার সম্ভাবনা প্রবল সবুজ মেরুন কোচ ফেরান্দোর।
শেষ আইএসএল ডার্বিতে হ্যাটট্রিক করে রাতারাতি নায়ক হয়ে উঠেছিলেন কিয়ান নাসিরি।এবারও সমর্থক’দের পাহাড় প্রমাণ প্রত্যাশা তৈরি হয়েছে তাকে নিয়ে।ম্যাচে সবুজ মেরুনের সাফল্য পাওয়ার একটি বিরাট অংশ নির্ভর করবে জনি কাউকোর উপরেও।সব মিলিয়ে রোববার ফের আরেকবার ইস্টবেঙ্গল বধ দিয়ে ডুরান্ডে ডার্বি জেতার স্বপ্ন দেখছে সবুজ মেরুন ব্রিগেড।