Bihar: ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড় গুনতে হিমশিম খেলেন আধিকারিকরা

এবার বিহার (Bihar)-এর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড় গুনতে হিমশিম খেলেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, শনিবার ভিজিল্যান্স টিম বিহার সরকারের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে আয়ের…

এবার বিহার (Bihar)-এর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড় গুনতে হিমশিম খেলেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, শনিবার ভিজিল্যান্স টিম বিহার সরকারের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় হানা দেয়। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা।

সূত্রের খবর, দু’টি জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার নগদ ও গয়না উদ্ধার হয়েছে। নোট গোনা হচ্ছে। জানা গিয়েছে, ভিজিল্যান্স টিম গ্রামীণ কর্ম বিভাগের কিষাণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কুমার রাইয়ের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা দায়ের করেছে। শনিবার, ভিজিল্যান্স টিম কিষাণগঞ্জ এবং পাটনায় সঞ্জয় রায়ের বাড়িতে অভিযান চালায়। দলটি যখন সেখানে পৌঁছায়, তখন জানা যায় যে ইঞ্জিনিয়ার তার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ারের জায়গায় সমস্ত নগদ টাকা রাখে। এর পর ভিজিল্যান্স টিম এখানে হানা দিয়ে প্রায় পাঁচ কোটি নগদ উদ্ধার করে। জানা গিয়েছে, ইঞ্জিনিয়ার সঞ্জয় রাইয়ের বাড়িতে প্রায় ১৩ জন অফিসার উপস্থিত রয়েছেন।

ঘটনার বিষয়ে ডিএসপি সুজিত সাগর বলেন, “কিষাণগঞ্জে ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালানো হয়। এখান থেকে কিছু নথি ও গয়না উদ্ধার হয়েছে। তিনি বলেন, ‘মেশিন দিয়ে নোটগুলো গণনা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় দু’কোটি নগদ টাকা গোনা হয়েছে।”